মহান বিজয় দিবসের সম্মাননা স্মারক পেল সিরাজদিখান উপজেলা প্রেসক্লাব

প্রকাশ : 2022-12-16 18:18:45১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

মহান বিজয় দিবসের সম্মাননা স্মারক পেল সিরাজদিখান উপজেলা প্রেসক্লাব

মহান বিজয় দিবস উপলক্ষে সম্মাননা স্মারক পেল সিরাজদিখান উপজেলা প্রেসক্লাব। আজ শুক্রবার দুপুরে উপজেলা ইউএনও পার্ক মে  বিজয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২২ আয়োজনে সিরাজদিখান উপজেলা প্রশাসন থেকে সাংবাদিকতায় দেশ ও সমাজে বিশেষ অবদানের জন্য এ সম্মাননা স্মারক দেওয়া হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি হাজী মহিউদ্দিন আহম্মেদ,উপজেলা নির্বাহী অফিসার শরীফুল আলম তানভীর, উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) তাসনিম আক্তার,সিরাজদিখান টংগীবাড়ি সার্কেল মোস্তাফিজুর রহমান রিফাত, ওসি এ কে এম মিজানুল হক,  সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন হাওলাদার,উপজেলা ভাইস চেয়ারম্যান মঈনূল হাসান নাহিদ,সিরাজদিখান উপজেলা প্রেসক্লাব সভাপতি সুব্রত দাস রনক,উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা আক্তার তুহিন, রশুনিয়া ইউপি চেয়ারম্যান এ্যাডভোকেট আবু সাঈদ, সিরাজদিখান উপজেলা প্রেসক্লাব সহ-সাধারণ সম্পাদক মোঃ আমির হোসেন ঢালী, সিরাজদিখান উপজেলা প্রেসক্লাব দপ্তর সম্পাদক আনিসুর রুহমান নিলয়, সিরাজদিখান উপজেলা প্রেসক্লাব সদস্য গোপাল দাস হৃদয়, সিরাজদিখান উপজেলা প্রেসক্লাব সদস্য কৌশিক মন্ডল সহ আরো অনেক গুণীজন। অনুষ্ঠানে প্রসক্লাবের সদস্য,বীর মুক্তিযোদ্ধাগণ  এবং তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।