মহাত্মা গান্ধী স্মৃতিসৌধে মোদির শ্রদ্ধা নিবেদন

প্রকাশ : 2024-06-09 15:19:37১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

মহাত্মা গান্ধী স্মৃতিসৌধে মোদির শ্রদ্ধা নিবেদন

প্রধানমন্ত্রী মনোনীত নরেন্দ্র মোদি রোববার রাজঘাটে মহাত্মা গান্ধীর স্মৃতিসৌধ পরিদর্শন করেছেন। সেখানে জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে তিনি তার শপথ গ্রহণ অনুষ্ঠানের দিন শুরু করেন। খবর পিটিআই’র।
ভারতের প্রধানমন্ত্রী হিসেবে টানা তৃতীয় মেয়াদ শুরু করতে চলেছেন মোদি।
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রোববার সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে একটি অনুষ্ঠানে তাকে এবং তার মন্ত্রীসভার সদস্যদের শপথ পাঠ করাবেন।
টিডিপি, জেডি (ইউ) এবং শিবসেনার মতো বেশ কয়েকটি মিত্র দল জোট সরকারে প্রতিনিধিত্ব করার সম্ভাবনা রয়েছে।

 

সান