ময়মনসিংহ-জামালপুর রেলএর বগি লাইনচ্যুত, বন্ধ রেল চলাচল

প্রকাশ : 2024-02-15 16:09:04১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

ময়মনসিংহ-জামালপুর রেলএর বগি লাইনচ্যুত, বন্ধ রেল চলাচল

জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী ২৫৬ লোকাল ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে এই রুটে প্রায় তিনঘণ্টা ধরে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে পিয়ারপুর রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

জামালপুর রেলওয়ে স্টেশনের তত্ত্বাবধায়ক শেখ উজ্জ্বল মাহমুদ জাগো নিউজকে বলেন, দেওয়ানগঞ্জ থেকে ২৫৬ লোকাল ট্রেনটি দুপুরে পিয়ারপুর রেলওয়ে স্টেশন থেকে ছাড়ার কিছুক্ষণ পর ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়। এতে এ রুটের সকল ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে। এমনকি ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী তিস্তা এক্সপ্রেস ট্রেনটি ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে দীর্ঘক্ষণ আটকা আছে।

 

সান