ভূমি মন্ত্রণালয়ের কেউ দুর্নীতির সঙ্গে জড়িত হলে তা কঠোর হাতে দমন - ভূমিমন্ত্রী
প্রকাশ : 2024-01-21 16:15:06১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
ভূমি মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তা বা কর্মচারী দুর্নীতির সঙ্গে জড়িত হলে তা কঠোর হাতে দমন করার হুঁশিয়ারি দিয়েছেন ভূমিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ।
রোববার (২১ জানুয়ারি) দুপুরে সাভারে সিএনবি এলাকায় অবস্থিত বিসিএস লাইভস্টক একাডেমিতে জমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের উদ্যোগে ১৩৪তম সার্ভে ও সেটেলমেন্ট প্রশিক্ষণ কোর্স উদ্বোধন অনুষ্ঠান শেষে উপস্থিত সাংবাদিকদের মন্ত্রী এসব কথা বলেন।
এ সময় মন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার দুর্নীতিমুক্ত। এই সরকারের সময় কেউ দুর্নীতি করলে পার পাবে না। তাই ভূমি মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তা-কর্মচারীও দুর্নীতির সঙ্গে জড়িত থাকতে পারবে না। কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ভূমি মন্ত্রণালয়ের সচিব খলিলুর রহমান, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) আনিস মাহমুদসহ ৫৬ জন বিসিএস প্রশাসনের পুলিশ ও জুডিশিয়াল সার্ভিসের কর্মকর্তা অংশগ্রহণ করেন।
সান