ভুলে যেতে চাই -নিতাই চন্দ্র দাস
প্রকাশ : 2023-12-05 12:12:18১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
ভুলে যেতে চাই
-নিতাই চন্দ্র দাস
আমি ভুলে যেতে চাই সবকিছু
নিবিড় সান্নিধ্যে কাটানো সময়
তোমার দেওয়া প্রতিশ্রুতি।
মনের গভীরে যত পুঞ্জীভূত অনুতাপ
ছুড়ে ফেলে সময়ের অতল সাগরে
ভুলে যেতে চাই অতীত স্মৃতি।
কষ্টগুলো ভুলে যেতে চাই
মনের আয়না থেকে দৃষ্টি সরিয়ে
বিস্মৃতির অতলে নীরবে হারিয়ে।
ভুলে যেতে চাই ফুলেল পার্ক
রজনীগন্ধা আর গোলাপের মদির সুগন্ধি
তোমার কোমল হাতের আলতো স্পর্শ।
ভুলতে চাই ভালো লাগা মন্দ লাগা
শেষ সময়ের নিংড়ানো চোখের চাহনি
তোমার মুখের অর্থহীন অসংলগ্ন কথা।
আজ আর চাইনা মনে করতে
তুমি নামক শব্দটি কোন অবসরে
নিশ্চিন্তে একাকী সময় কাটিয়ে দিবো
মুছে ফেলবো মনের খেরো খাতা থেকে।