ভিয়েতনামের উত্তরাঞ্চলে বন্যা ও ভূমিধস, নিহত ৩
প্রকাশ : 2024-06-11 12:14:31১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
ভিয়েতনামের উত্তরাঞ্চলে বন্যা ও ভূমিধসে তিনজন প্রাণ হারিয়েছে। দেশটিতে কয়েকদিনের ভারী বৃষ্টিপাতের পর হাজারো ঘরবাড়ি আংশিকভাবে তলিয়ে গেছে। সোমবার রাষ্ট্রীয় গণমাধ্যম এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
রাষ্ট্রীয় মিডিয়া পরিবেশিত ভিডিও ফুটেজে পাহাড়ি হা গিয়াং প্রদেশের খাড়া রাস্তা দিয়ে বৃষ্টির পানি গড়িয়ে পড়তে দেখা যাচ্ছে। এতে অনেক যানবাহন রাস্তায় উল্টে যায়।
খবরে বলা হয়, প্রবল বর্ষণের কারণে সৃষ্ট বন্যায় বহু ঘরবাড়ি তলিয়ে যাওয়ায় হা গিয়াং শহরের বাসিন্দারা বাড়ির ছাদে আশ্রয় নিয়েছে এবং তারা উদ্ধারের অপেক্ষায় রয়েছে।
রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, প্রদেশটিতে শনিবার থেকে প্রবল এবং একটানা বৃষ্টি হচ্ছে। এতে হাজার হাজার ঘরবাড়ি আংশিকভাবে তলিয়ে গেছে এবং অনেক রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে।
প্রাদেশিক কর্তৃপক্ষের ওয়েবসাইটে এক বিবৃতিতে বলা হয়, লো নদীতে পানির উচ্চতা বেড়ে যাওয়ায় বন্যা দেখা দিয়েছে এবং ভূমিধসের ঘটনা ঘটেছে।
রাষ্ট্র পরিচালিত ভয়েস অফ ভিয়েতনাম পরিবেশিত খবরে বলা হয়, বন্যার পানিতে ভেসে গিয়ে বা ভূমিধসে মাটির নিচে চাপা পড়ে তিনজনের মৃত্যু হয়েছে।
সান