ভিকি জাহেদ এর "টিকিট"

প্রকাশ : 2024-01-17 13:22:02১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

ভিকি জাহেদ এর "টিকিট"

নিজস্ব জনরার বাইরে গিয়ে ফের নতুন কিছু নিয়ে হাজির হতে যাচ্ছেন জনপ্রিয় নির্মাতা ভিকি জাহেদ। নিয়ে আসছেন নতুন সিরিজ ‘টিকিট’। আগামী ২৫ জানুয়ারি এটি মুক্তি পাবে ওটিটি প্লাটফর্ম চরকিতে। এরমধ্যে প্রকাশ্যে এসেছে সিরিজটির ফার্স্টলুক। যেখানে দেখা গেছে সিয়াম আহমেদ, মনোজ প্রামাণিক ও সাফা কবিরকে। তবে প্রত্যেকের লুকেই ছিল নতুনত্ব এবং ভিন্নতা। স্যাটায়ার, ব্ল্যাক কমেডি ও থ্রিলারের মিশেলে নির্মিত ৬ পর্বের এই সিরিজটিতে প্রত্যেককেই নতুন রূপে দেখা যাবে বলে জানা গেছে। 

অনেক দিন ধরে হলের তারকা সিয়াম আহমেদের নতুন কোনও প্রজেক্টের খবর পাওয়া যাচ্ছিল না। কেউ কেউ তো এমনও বলছিলেন, সিয়ামের হাতে কাজ নেই! তবে মঙ্গলবার (১৬ জানুয়ারি) রাতে জানা গেলো, চমকপ্রদ কাজের জন্যই দম নিচ্ছিলেন তিনি। এ রাতে প্রকাশ্যে এসেছে তার নতুন সিরিজ ‘টিকিট’ এর পোস্টার। সরু গোঁফ, সিঁথি করা চুল, চোখে মোটা ফ্রেমের চশমা আর গায়ে সাদামাটা শার্ট-এমন অবতারে এর আগে কখনও দেখা যায়নি সিয়ামকে। আর এই ব্যতিক্রম রূপেই তাকে পর্দায় হাজির করছেন পরীক্ষিত নির্মাতা ভিকি জাহেদ।

সিয়াম বললেন, ‘এই সিরিজে আমার চরিত্রের নাম সালেক। চরিত্রটা আমি ঠিক কতখানি করতে পারবো সেটা নিয়ে বেশ সংশয় ছিল আমার মাঝে। তবে ভিকি ভাই সবচেয়ে বেশি কনফিডেন্ট ছিলেন। সাহস দিয়েছেন। ওনার কারণেই আমি সালেক চরিত্রটা করতে পেরেছি। চরিত্রের দুইটা বড় চ্যালেঞ্জ ছিল। একটা হচ্ছে, সালেকের চরিত্র একেবারেই আলাদা হতে হবে। যাকে আলাদাভাবে ভাগ ভাগ করে ডিটারমাইন্ড করা যায়। আর দ্বিতীয়টা হচ্ছে সালেক হ্যাজ টু লুক ডিফারেন্ট ফ্রম এভ্রিওয়ান। তার কিছু আন্ডারটোনড পারফরমেন্স, কনফিডেন্সের অভাব। এই জিনিসগুলোর সাথে আসলে তার লুকস, তার উপস্থিতি অনেকটা রিলেটেড। সালেকের জন্য আমাকে অনেকটা ওজনও বাড়াতে হয়েছে।’  

এতে শুধু সিয়ামই নন, ব্যতিক্রম সাজ-চরিত্রে কাজ করেছেন অভিনেত্রী সাফা কবিরও। প্রকাশিত পোস্টারে তাকেও পাওয়া গেলো সেই আবেশে। এছাড়াও আছেন মনোজ কুমার প্রামাণিক, আব্দুল্লাহ আল সেন্টু, জয়রাজ, এ কে আজাদ সেতু, মাহমুদ আলম, বাদল শহীদ, মার্শিয়া শাওন, রেজান শোভন প্রমুখ। সিরিজটি নির্মিত হয়েছে আলোচিত লেখক মোহাম্মদ নাজিম উদ্দিনের গল্প অবলম্বনে।

সিরিজটি নিয়ে সিয়ামের অভিমত এরকম, “টিকিট’ ইজ ভেরি ভেরি ইন্টারেস্টিং প্লট। সবদিক থেকে গল্পটা পড়ার সময় আমার কাছে মনে হয়েছে যে, দিস ইজ সো ডিফারেন্ট ফ্রম আদার স্টোরিজ। ভালো মানুষ-খারাপ মানুষের একটা অদ্ভুত মিশ্রণ এখানে আছে। সিরিজের প্রতিটা চরিত্র ডিফরেন্ট।”

এতে সাহসী চরিত্র ও ভিন্ন লুকে হাজির হচ্ছেন সাফা কবির। তার ভাষ্য, ‘এই কাজটা বেশ কিছু কারণে আমার জন্য বিশেষ। আমি আগে কখনও এমন চরিত্রে অভিনয় করিনি। সেই সাথে গল্পটা আসলে ডার্ক কমেডি, থ্রিলার ও স্যাটায়ার মিলিয়ে। আর চরিত্র করতে গিয়ে ভালোই কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি। কারণ আমার বেড়ে ওঠার সঙ্গে সিরিজের চরিত্রের আকাশ-পাতাল তফাৎ।’

সিরিজের আরেকটি কেন্দ্রীয় চরিত্রে আছেন মনোজ। তিনি বলেছেন, ‘এতে আমার চরিত্র আর বাস্তবে আমি দুইটা দুই মেরুর চরিত্র। এই চরিত্রটা করতে আমার কাছে খুব মজা লেগেছে। আর চরিত্রটা করতে গিয়ে আমার এক ছাত্রকে কিছুটা অনুকরণ করার চেষ্টা করেছি। কেননা ওর চরিত্রটা এরকম। আর সব চরিত্রই পোট্রে করা অভিনেতাদের জন্য চ্যালেঞ্জের। সিরিজটা টান টান উত্তেজনার একটা গল্প।’

নির্মাতা ভিকি জাহেদ বলেন, “টিকিট’ আমার জন্য একটা ইউনিক অভিজ্ঞতা। নাজিম উদ্দিন ভাইয়ের গল্প শুনেই মনে হয়েছিল এটা একটা সিরিজে রূপান্তর করা যাবে। পরবর্তীতে আমার চিন্তা ভাইয়ের সঙ্গে শেয়ার করলে তিনিও সহমত প্রকাশ করেন। গল্পটা খুবই ইন্টারেস্টিং হবে। এখানে প্রথমবারের মতো ডার্ক কমেডি ও স্যাটায়ারের একটা থ্রি লেভেলের কম্বো করেছি।”

কাজ শেষে নির্মাতা ভিকি জাহেদ বলেন, ‘আমি ঠিক যেরকম জনরা নিয়ে কাজ করি এটা তার থেকে আলাদা। এটা স্যাটায়ার, ব্ল্যাক কমেডি এবং থ্রিলারের মিশেল। কমেডি জনরা নিয়ে কাজ করিনি তাই একটু অন্যরকম কিছু করার চেষ্টা করেছি। দর্শকরা মজা পাবেন। প্রত্যেকটি চরিত্রকেই একটু নতুনভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি, তাদেরকে আগে কেউ এভাবে দেখেনি। প্রত্যেকেই বেশ ভালো করেছেন।’

সিরিজের কাজ প্রসঙ্গে সিয়াম আহমেদ বলেন, ‘ভিকির সঙ্গে আমার ক্যারিয়ারের শুরুর দিকে কাজ হয়েছিল। এরপর অনেকবারই আমরা একসঙ্গে আসতে চেয়েছিলাম, কথাবার্তাও হয়েছিল কিন্তু কোনো কারণে সেটি আর হয়ে উঠেনি। অনেকদিন পর সেটা হচ্ছে। গল্প এবং চরিত্র দারুণ।'

 সা/ই