‘ভাল্লাগে’ গানের পর আবারও মাতাতে এলেন সুমি শবনম
প্রকাশ : 2023-02-01 13:53:23১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
‘ভাল্লাগে’ গানের তুমুল শ্রোতাপ্রিয়তার পর ‘আইলসা লাগে’ শিরোনামের নতুন গান নিয়ে আবার মাঠ কাঁপাতে এলেন কণ্ঠশিল্পী সুমি শবনম। এবারও তার গানের মডেল হিসেবে থাকছেন নাট্যাভিনেতা নয়ন বাবু। তার সঙ্গী এবার মডেল-অভিনেত্রী শায়লা সাথী।
গানটির মডেলিংয়ে আরও অভিনয় করেছেন আনোয়ার, বাদল শহীদ, খায়রুল আলম, বিজয় দত্ত, রাজু, সাইফুল, লতিফ খান, হেদায়েত উল্লা তুর্কি, বিজয়, আশরাফুলসহ আরও অনেকে।
সোমবার (৩০ জানুয়ারি) রাতে গেট টুগেদার অনুষ্ঠানের মাধ্যমে সৃষ্টি মাল্টিমিডিয়ার ইউটিউবে চ্যানেলে গানটি প্রকাশ করা হয়।
এ প্রসঙ্গে সুমি শবনম বলেন, ভাল্লাগে গানটি মানুষের কাছে জনপ্রিয়তা পাওয়ার পর আরও সুন্দর গানের অপেক্ষায় ছিলাম। ৬ মাস সময় নিয়ে সৃষ্টি মাল্টিমিডিয়ার ব্যানারে আমার দ্বিতীয় গানটি প্রকাশ পেয়েছে। আমি আমার শ্রোতাদের চাহিদার কথা মাথায় রেখে এ কাজটি করেছি। আশা করছি, আগের মতোই নতুন গানটি সবার ভালো লাগবে।
গানটির মডেল নয়ন বাবু বলেন, আমি মিউজিক ভিডিও কম করি। গান পছন্দ হলেই করি। সুমি আপার এ গানটি আমার কাছে মনে হয়েছে গানপ্রিয় মানুষের কাছে আরেকটি চমক। আশা করি, কেউ নিরাশ হবে না। আগের গানে কোঁকড়া চুলের লুকে দর্শক আমাকে বেশ পছন্দ করেছে। এবার ব্যতিক্রম আরেকটি লুকে হাজির হয়েছি। আমার বিশ্বাস এ লুকটিও সবার ভালো লাগবে। আমি একেক গানে একেকটি লুকে আসতে স্বাচ্ছন্দ্য বোধ করি।