ভালোবাসা দিবসে পলক-অথৈ এর ‘Love Feelings’
প্রকাশ : 2024-02-12 15:23:53১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
তরুণ প্রজন্মের দুই অভিনয়শিল্পী শেখ ফরিদ পলক ও অথৈ সম্প্রতি কাজ করলেন ভালোবাসা দিবসের বিশেষ শর্ট ফিল্মে। ‘Love Feelings’ শিরোনামের এ শর্ট ফিল্মে প্রথমবার জুটিবেঁধে কাজ করেছেন পলক এবং অথৈ।
পলক এন্টারটেনমেন্ট’র ব্যানারে সদ্য নির্মিত ভালোবাসা দিবসের বিশেষ এই শর্ট ফিল্মটির গল্প ও চিত্রনাট্য করেছেন শেখ শান্তা ইসলাম, চিত্রগ্রহণ ও পরিচালনা করেছেন মামুন নুর তুষার। যার ট্রেইলার ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে।
গল্প প্রসঙ্গে নির্মাতা তুষার বললেন, ‘আমাদের গল্পটি একটি অ্যাক্সিডেন্ট দিয়ে শুরু হলেও দ্রুতই চরিত্র দুটি মধ্যে খুব ভালো একটি বন্ধুত্ব তৈরি হয় আর সেই বন্ধুত্ব থেকেই ভালোবাসার সৃষ্টি। দুটি চরিত্রে অনবদ্য অভিনয় করেছেন পলক ও অথৈ। আশা করছি ভালোবাসা দিবসের শর্ট ফিল্ম হিসেবে দর্শকরা অন্য এক প্রেমের গল্প দেখতে পাবেন।’
‘Love Feelings’ শর্ট ফিল্মে আরও অভিনয় করেছেন আবির আরিয়ান, প্রযোজনা করেছেন শ.ম. সাইফুল ইসলাম, প্রধান সরকারি পরিচালক হিসেবে ছিলেন আহমেদ বাদশা, শর্ট ফিল্মটির গান করেছেন কন্ঠ শিল্পী মি. সালমান ফারছি ও জান্নাতুল ফেরদৌস।
সান