ভালোবাসায় জয়

প্রকাশ : 2022-02-14 10:14:38১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

ভালোবাসায় জয়

সুনীল শর্মাচার্য
-------------------


হিংসা-ঘৃণা ভুলে গিয়ে সব
এক সাথে যে চলি,
প্রেমের কথা ছড়িয়ে দিয়ে
মানুষ হতে বলি!


চারদিকে যা ঝগড়াঝাঁটি
খুনোখুনি লড়াই,
অহঙ্কারেই সবাই অন্ধ
মিথ্যে মিথ্যে বড়াই!

উঁচু-নীচু আর ভেদাভেদ
ভাবনা মোটে নয়,
এই দুনিয়া ভালোবাসার
ভালোবাসায় জয়!