ভারী বৃষ্টিপাতের হওয়ার সম্ভাবনা

প্রকাশ : 2023-08-08 11:29:22১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

ভারী বৃষ্টিপাতের হওয়ার সম্ভাবনা

ঢাকার আকাশ গতকাল সোমবার ছিল মেঘের দখলে। থেমে থেমে দিনভর বৃষ্টি হয়েছে। আজ মঙ্গলবারও ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, দেশের উত্তরাঞ্চলে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আজ সকাল সাতটায় আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, পরবর্তী ছয় ঘণ্টায় ঢাকা ও আশপাশের এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বজ্রপাতের আশঙ্কাও রয়েছে। এ ছাড়া দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেড়ে ঝোড়ো বাতাস বয়ে যেতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।