ভারত থেকে এলো আরও দুই হাজার টন আলু
প্রকাশ : 2024-12-18 13:38:17১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
দেশের বাজারে দাম নিয়ন্ত্রণে রাখতে ভারত থেকে প্রায় দুই হাজার টন আলু আমদানি করা হয়েছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় মালবাহী ট্রেনের মাধ্যমে আলুগুলো বেনাপোল বন্দরে প্রবেশ করে।
বেনাপোল স্থলবন্দরের সি অ্যান্ড এফ এজেন্ট মেসার্স বাংলাদেশ লজিস্টিক সার্ভিস (বিএলএস) আলুর চালানটি ছাড় করানোর জন্য কাস্টম হাউজে কাগজপত্র জমা দেয়। কাস্টমস ও রেলস্টেশনের কার্যক্রম শেষ করে বন্দর থেকে নওয়াপাড়ায় আলু খালাসের জন্য নেওয়া হয়েছে। পরবর্তীতে সেখান থেকে আলুগুলো ঢাকা-চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় পাঠানো হবে।
বেনাপোল রেলস্টেশন মাস্টার সাইদুজ্জামান জানান, আলু রপ্তানি করে ভারতের মালদার ডিলাক্স ইন্টারন্যাশনাল নামে এক প্রতিষ্ঠান। আর আমদানি করে রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জের সাজ্জাদ এন্টারপ্রাইজ। একটি কার্গো ট্রেনের ৪২ ওয়াগানে করে ৩৮ হাজার ব্যাগে আলুগুলো আসে। যার ওজন ১৯ লাখ কেজি বা এক হাজার ৯০০ টন। পণ্য চালানটির আমদানি মূল্য ৪ লাখ ৩৭ হাজার মার্কিন ডলার। বাংলাদেশি টাকায় প্রতিকেজি আলুর দাম দেখানো হয়েছে ২৭ টাকা ৬০ পয়সা।
বেনাপোল চেকপোস্ট কাস্টমসের কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা আবু তাহের জানান, মালবাহী ট্রেনে করে ভারতের পাঞ্জাবের কার্তারপুর-৩ শহর থেকে আলুগুলো এসেছে।
এর আগে ১২ ডিসেম্বর ভারত থেকে ৪৬৮ টন আলু আমদানি করা হয়। তখন আমদানিকারক ছিল রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জের মেসার্স টাটা ট্রেডার্স। আলুর চালানটি নওয়াপাড়া থেকে খালাস করা হয়েছিল।
কা/আ