ভারতে তৈরি হল হৃদরোগীদের জীবন বাঁচানোর ঔষধ 'রাম কিট'

প্রকাশ : 2024-01-15 13:39:29১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

ভারতে তৈরি হল হৃদরোগীদের জীবন বাঁচানোর ঔষধ 'রাম কিট'

হার্ট অ্যাটাকের সমস্যা বর্তমানে খুবই বেড়েছে। প্রচুর মানুষ এই অসুখে আক্রান্ত। উদ্বেগের বিষয় বয়স্কদের পাশাপাশি অল্প বয়সীরাও আক্রান্ত হচ্ছেন হৃদরোগে। তবে এখন হার্ট অ্যাটাকের মতো প্রাণ ঝুঁকিপূর্ণ পরিস্থিতি থেকে আপনাকে স্বস্তি দিতে পারে মাত্র ৭ টাকা মূল্যের একটা কিট। ভগবান শ্রী রামের নামে এই নামকরণ করা হয়েছে ‘রাম কিট’। এটিতে রাম মন্দিরের ছবির পাশাপাশি অত্যাবশ্যকীয় ওষুধ এবং চিকিৎসার যোগাযোগ নম্বর রয়েছে।

এই কিটটি তৈরি করেছেন ভারতের উত্তর প্রদেশের কানপুরের লক্ষ্মীপত সিংহানিয়া ইনস্টিটিউট অফ কার্ডিওলজি অ্যান্ড কার্ডিয়াক সার্জারি বিভাগের সিনিয়র কার্ডিওলজিস্ট নীরজ কুমার। এ বিষয়ে ডাঃ কুমার জানান, ভগবান রামকে নিয়ে সকলের মনে আলাদা বিশ্বাস রয়েছে। কয়েক দিনের মধ্যে অযোধ্যায় উদ্বোধন হবে রামমন্দিরের। সেদিক লক্ষ্য রেখেই কিটের নাম ‘রাম কিট’ রাখা হয়েছে। এই কিটের ওষুধগুলো রক্ত পাতলা করে, শিরার ব্লকেজ খুলে হৃদরোগীদের জীবন বাঁচানোর ক্ষমতা রাখে। জীবন বাঁচাতে পারে এমন ওষুধের নাম এর চেয়ে ভালো আর কি হতে পারে?’ তিনি আরও জানান, ‘দরিদ্র মানুষদের কথা মাথায় রেখেই এই কিটটির দাম ৭ টাকা রাখা হয়েছে।’ তবে বাণিজ্যিকভাবে দেশের বাইরে এই ঔষধ কিংবা ফর্মুলা রপ্তানী হবে কিনা সে বিষয়ে এখনো জানা যায়নি। 

হার্ট অ্যাটাকে আক্রান্ত ব্যক্তিদের জন্য নির্ধারিত তিনটি ওষুধই এই কিটে অন্তর্ভুক্ত রয়েছে, যার মধ্যে রয়েছে ইকোসপ্রিন (রক্ত পাতলা), রোসুভাস্ট্যাটিন (কোলেস্টেরল নিয়ন্ত্রণ), এবং সরবিট্রেট (হৃদপিণ্ডের ভালো কার্যকারিতার জন্য)। আক্রান্ত কোনও ব্যক্তি এই ওষুধগুলি গ্রহণ করলে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় রোগীর মূল্যায়ন ও যত্ন নেওয়ার জন্য ডাক্তার আরও সময় পাবেন, ফলে জীবনের ঝুঁকি কিছুটা হ্রাস পাবে। সেই সঙ্গে কিটে দেওয়া হয়েছে একটি হেল্পলাইন নম্বরও। এই নম্বরে ফোন করে বিনামূল্যে পাওয়া যাবে হৃদরোগ বিশেজ্ঞদের পরামর্শ।

তবে শুধুমাত্র ‘রাম কিট’-এর উপর ভরসা না রাখার জন্যও পরামর্শ দিয়েছেন ডাঃ কুমার।বুকে ব্যথা হলে, সঙ্গে সঙ্গে কিটে রাখা ওষুধ খাওয়ার কথা জানিয়েছেন তিনি। সেই সঙ্গে সরাসরি নিকটতম হাসপাতালে যাওয়ার এবং ডাক্তারের পরামর্শ নিতে আর্জি জানিয়েছেন। আগামী ২২ জানুয়ারি অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন করা হবে। তার আগেই প্রয়াগরাজের ক্যান্টনমেন্ট হাসপাতাল কর্তৃপক্ষ ১৩ জানুয়ারি ‘রাম কিট’ বিতরণের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসক এস কে পান্ডে। মোট ৫ হাজার রোগীর মধ্যে বিতরণ করা হবে এই কিট। ভগবান রামের নামে উৎসর্গিত এই ‘রাম কিট’ আগামী দিনে হার্ট অ্যাটাকে আক্রান্ত ব্যক্তিদের কাছে আশীর্বাদ স্বরূপ হয়ে উঠবে বলে মনে করছেন অনেকেই।

 

সান