ভারতে অনুপ্রবেশের চেষ্টা পঞ্চগড় সীমান্তে তিন তরুনী আটক
প্রকাশ : 2024-09-24 19:43:53১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার সীমান্ত এলাকা থেকে তিন রোহিঙ্গা তরুণীকে আটককরা হয়েছে। মঙ্গলবার সকালে স্থানীয় দালালের মাধ্যমে অবৈধ পথে ভারতের প্রবেশের প্রস্তুুতির অভিযোগে তেঁতুলিয়া উপজেলা সদরেরদর্জিপাড়া থেকে তাদের আটক করে বিজিবি। আটক তরুণীরা হলেন,কক্সবাজারের রোহিঙ্গা শরনার্থী শিবিরের বাসিন্দা আবুল ফয়েজের মেয়ে মাইজুমা (১৭), শফির মেয়ে শারমিন আক্তার (১৭) ও আবুল কালামের মেয়েনুরছাফা (১৮)।বিজিবি সূত্র জানায়, পঞ্চগড়-১৮ ব্যাটালিয়নের আওতাধীন শারিয়ালজোতবিওপি ক্যাম্পের সদস্যরা সীমান্ত মেইন পিলার ৪২১ এলাকার দর্জিপাড়াগ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় ইসমাইল হোসেননামে উঁখিয়ার এক বাসিন্দা পালিয়ে যান। আটক তিনজনই রোহিঙ্গা নাগরিকএবং কক্সবাজার শরণার্থী শিবিরের থাকতেন। প্রতারকের খপ্পরে পরেতারা তেঁতুলিয়ায় আসেন। ভারতে পাঁচারের জন্যই সমাইল তাদের সীমান্ত এলাকায় নিয়ে যান। আটকের বিজিবি হেফাজতে তাদের তেঁতুলিয়া ইউনিয়নপরিষদে রাখা হয়।তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার ফজলে রাব্বি জানান, বিজিবিসহউপজেলা প্রশাসন মিলে আটক তরুণীদের পরিবারের সাথে যোগাযোগেরচেষ্টা করা হচ্ছে। পরিবারের কাছে তাদের তুলে দিতে আইনি প্রক্রিয়াচলমান।