ভারতের সিকিমে আকস্মিক বন্যা, ২৩ সেনা নিখোঁজ
প্রকাশ : 2023-10-04 12:32:37১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য সিকিমে প্রবল বর্ষণে আকস্মিক বন্যায় ২৩ সেনা সদস্য নিখোঁজ। অতিবৃষ্টিতে তিস্তা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নিখোঁজ সেনাদের এখনও হদিস পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছে সেনাবাহিনী।
সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ড বিবৃতিতে জানিয়েছে, ‘উজান থেকে আসা ঢলে লাচেন উপত্যকার কিছু স্থাপনা ক্ষতির মুখে পড়েছে। চুংথাং বাঁধের পানি ছেড়ে দেওয়ায় পানির স্তর হঠাৎ ১৫-২০ ফুট উচ্চতা বেড়ে পরিস্থিতি আরও অবনতির দিকে। সেনা স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। ২৩ সেনা নিখোঁজের পাশাপাশি কয়েকটি সামরিক গাড়ি স্রোতে ভেসে গেছে। উদ্ধার অভিযান চলমান।’
গত রাতে টানা ভারী বৃষ্টি হয়েছে সিকিমজুড়ে। উত্তর সিকিমের লোনাক হ্রদের ওপর মেঘ বিস্ফোরণে তিস্তা নদীর পানির স্তর কয়েকগুণ বেড়ে যায়। প্রতি ঘণ্টায় যদি ১০ সেন্টিমিটার বৃষ্টিপাত হয় তাহলে মেঘ বিস্ফোরণ বলা হয়ে থাকে। তিস্তা নদী বাংলাদেশে প্রবেশের আগে সিকিম ও পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে প্রবাহিত হয়। গত কয়েকদিন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলেও থেমে থেমে বৃষ্টি হচ্ছে।
সিকিমে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বাসিন্দাদের সর্বোচ্চ সতর্কতা জারি করেছে প্রশাসন। গুরুত্বপূর্ণ সড়ক ধসে যোগাযোগ ব্যবস্থা ভেঙে বন্ধ হয়ে গেছে। এতে চরম দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। এদিকে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের সময় মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং বলেছেন, উদ্ধার তৎপরতা অব্যাহত আছে।
সান