ভারতের কাছে হারলো পাকিস্তান, কাঁদলেন নাসিম শাহ
প্রকাশ : 2024-06-10 16:05:42১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
আর্শদীপ সিংয়ের বলে নাসিম শাহ ১ রান নিতেই উল্লাস শুরু ভারতীয় ক্রিকেট দলের। নিউইয়র্কের নাসাউ কাউন্টিতে রোববার (৯ জুন) পাকিস্তানের বিপক্ষে লো স্কোরিং থ্রিলারে জিতেছে ভারত। ম্যাচে জিতে উদ্যাপন করেছে ভারত, তবে বিপরীত চিত্র দেখা গেছে পাকিস্তান দলে। জয়ের কাছাকাছি গিয়েও হারের আক্ষেপে কেঁদেছেন নাসিম শাহ।
টি-টোয়েন্টিতে ১২০ রানের লক্ষ্য আহামরি কিছু নয় ঠিকই, তবে নিউইয়র্কের নাসাউ কাউন্টিতে সেটাই পাকিস্তানের কাছে যেন পাহাড়সম হয়ে ওঠে। শেষ তিন বলে ৩ উইকেট নিয়ে পাকিস্তানের দরকার ছিল ১৬ রান। চতুর্থ বলে আর্শদীপকে স্কুপ করে উইকেটরক্ষক ঋষভ পন্থের মাথার ওপর দিয়ে চার মারেন নাসিম। শেষ দুই বলে দরকার ১২ রান। স্ট্রাইকে যখন নাসিম, তখন পাকিস্তানি সমর্থকেরা হয়তো ২০২২ এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটার কথা স্মরণ করছিলেন।
দুই বছর আগে শারজাহে আফগান পেসার ফজল হক ফারুকিকে ২টি ছক্কা মেরে জিতিয়েছিলেন নাসিম। তবে শারজাহের পুনরাবৃত্তি নিউইয়র্কে হয়নি। আর্শদীপের করা পঞ্চম বলে ডিপ ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে ছক্কা মারতে গেলেও সেটা হয়েছে চার। তাই শেষ বলে ছক্কা মারলেও পাকিস্তানের আরও দরকার হতো ১ রান। ফলে শেষ পর্যন্ত জিততে পারেনি বাবর-রিজওয়ানরা। পরে ম্যাচ শেষে নাসিম যখন কাঁদছেন, তখন তাকে সান্ত্বনা দেন শাহিন শাহ আফ্রিদি।
যুক্তরাষ্ট্র ও ভারতের কাছে দুই ম্যাচ হেরে পাকিস্তানের সুপার এইটে ওঠা অনেকটা অসম্ভব হয়ে গেছে। ভারত, যুক্তরাষ্ট্র দুই দলই ৪ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের পয়েন্ট তালিকার সেরা দুইয়ে আছে। পাকিস্তানের শেষ দুই ম্যাচ কানাডা ও আয়ারল্যান্ডের বিপক্ষে। ভারত ও আয়ারল্যান্ডের বিপক্ষে নিজেদের শেষ দুই ম্যাচ খেলবে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র যে দুর্দান্ত ছন্দে রয়েছে, তাতে তাদের কাছে আইরিশদের হারানো অসম্ভব নয়। ভারত, যুক্তরাষ্ট্র প্রত্যেকেই যদি আর একটি করে ম্যাচ জেতে, তাহলেই পাকিস্তানের গ্রুপ পর্বে শেষ পথচলা। যার মধ্যে ভারত-যুক্তরাষ্ট্র নিউইয়র্কে মুখোমুখি হবে ১২ জুন। আর গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে কানাডার বিপক্ষে।
সূত্র: এনডিটিভি