ভারতের ওড়িশায় বজ্রাঘাতে ১০ জনের মৃত্যু

প্রকাশ : 2023-09-03 11:39:24১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

ভারতের ওড়িশায়  বজ্রাঘাতে ১০ জনের মৃত্যু

ভারতের ওড়িশার ৬টি জেলায় শনিবার ভয়াবহ বজ্রাপাত ও ভারী বৃষ্টি হয়েছে। বজ্রাঘাতে অন্তত ১০ জন মারা গেছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছে রাজ্যের বিশেষ ত্রাণ কমিশনারের কার্যালয়।

কর্তৃপক্ষ জানিয়েছে, ওড়িশার খুরদার জেলায় চারজন, বোলাঙ্গিরে দুইজন, আঙ্গুল, বৌধ, জগৎসিংহপুর এবং ঢেঙ্কানালে একজন করে মারা গেছেন। বজ্রাপাতের ঘটনায় আহত হন আরও কয়েকজন।

আগামী ৪ দিন রাজ্যের কয়েকটি জায়গায় এমন আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি)। টুইন সিটি নামে পরিচিত ভুবনেশ্বর ও কটক শহরে শনিবার বিকালে ৯০ মিনিটে যথাক্রমে ১২৬ মিমি এবং ৯৫ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। খারাপ আবহাওয়ার সময় সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দিয়েছে আইএমডি।

এদিকে গত রাতে ঢাকাসহ বাংলাদেশেও ভারী বৃষ্টিপাতের সঙ্গে বজ্রপাত হয়েছে। ঘণ্টাখানেক ভারী বৃষ্টিতে তলিয়ে যায় পথ ঘাট। এতে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

সূত্র: পিটিআই