ভারতীয় শাড়ি দিয়ে কাঁথা সেলাই করা হয়েছে- রিজভী

প্রকাশ : 2024-03-28 15:59:45১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

ভারতীয় শাড়ি দিয়ে কাঁথা সেলাই করা হয়েছে- রিজভী

‘বিএনপির নেতারা যদি বাসায় গিয়ে বউদের ভারতীয় শাড়ি পোড়ান, সেদিন বিশ্বাস করবো আপনারা সত্যি ভারতীয় পণ্য বর্জন করলেন।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। তিনি বলেন, ‘আমাদের বিএনপি নেতারা ভারত থেকে শাড়িতে মন কেনে না। আমার নানার বাড়ি ভারত। বিয়ের পর একবার গিয়েছিলাম, আমার ছোট মামা সেখানে থাকেন। ফেরার সময় আমার মিসেসকে একটি শাড়ি দিয়েছিল।’

রিজভী বলেন, ‘আমি কয়েকদিন আগে আমার মিসেসকে জিজ্ঞেস করলাম, ওই শাড়িটা কই? আমার মিসেস বললেন, ‘ওটা দিয়ে তো অনেক আগেই কাঁথা সেলাই করা হয়েছে। আমাদের দেশে একটা রেওয়াজ আছে পুরান শাড়ি দিয়ে কাঁথা সেলাই করা।’

বৃহস্পতিবার(২৮ মার্চ) দুপুরে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ‘গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে গুম, খুন ও পঙ্গুত্বের শিকার’ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বক্তব্যের জবাবে এসব কথা বলেন তিনি।

রিজভী বলেন, ‘‘যে দেশ ভোট ডাকাত দখলদার সরকারকে প্রকাশ্যে সমর্থন করে সেই দেশের পণ্য বর্জন করা ন্যায়সঙ্গত। ২০১৪ সালে পার্শ্ববর্তী দেশের কূটনীতিক এসে ভোটারবিহীন সরকারকে প্রকাশ্যে সমর্থন দিয়ে গেলো, ২০১৮ সালে রাতে ভোট হলো— সেই নির্বাচনকেও তারা স্বীকৃতি দিলো। এবার ২০২৪ সালে এত বড় একটা ডামি নির্বাচন হয়ে গেলো তারপরও প্রকাশ্যে তারা বলছেন— ‘আমরা এই সরকারের পাশে আছি।’ যারা একটি ভোট ডাকাত সরকারকে প্রকাশ্যে সমর্থন করে, সেই দেশের পণ্য বর্জন করা ন্যায়সঙ্গত, তাদের বিরুদ্ধে যে সামাজিক আন্দোলন গড়ে উঠেছে, আমরা সেই আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করি।’’

বিএনপির এই মুখপাত্র বলেন, ‘‘শেখ হাসিনা, আপনি দেশের স্বার্থ নিয়ে তামাশা করেন। আপনি বলেছেন— ‘আওয়ামী লীগের নেতারা পালিয়ে গেলে যুদ্ধটা করলো কে?’ যুদ্ধ করেছে এদেশের কৃষক শ্রমিক, ছাত্র, যুবকরা, নজরুল ইসলাম খান, সাদেক হোসেন খোকা প্রখ্যাত মুক্তিযোদ্ধা, তারা কি আওয়ামী লীগ করতেন ।’’

 

সান