ভারতীয়দের সঙ্গে ইউক্রেনে বাংলাদেশীদেরও উদ্ধার, মোদীকে ধন্যবাদ শেখ হাসিনার

প্রকাশ : 2022-03-09 13:43:56১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

ভারতীয়দের সঙ্গে ইউক্রেনে বাংলাদেশীদেরও উদ্ধার, মোদীকে ধন্যবাদ শেখ হাসিনার

ইউক্রেন থেকে ৯ বাংলাদেশিকে উদ্ধারের জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (৯ মার্চ) ভারতের হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের পর ভারতীয়দের সরিয়ে নেওয়ার জন্য ভারত চালু করেছে ‘অপারেশন গঙ্গা’। এর অংশ হিসেবে ভারতীয় কর্তৃপক্ষ পাকিস্তান, নেপাল এবং তিউনিসিয়া সহ অন্যান্য দেশের নাগরিকদের উদ্ধার করেছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার ইউক্রেন থেকে তার দেশের ৯ বাংলাদেশি নাগরিককে নিরাপদে সরিয়ে নেওয়ার জন্য ভারতের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন।

দুই সপ্তাহ আগে রাশিয়া ইউক্রেন আক্রমণ করার পর থেকে ভারত তার ‘অপারেশন গঙ্গা’ শিরোনামে পাকিস্তান, নেপাল এবং তিউনিসিয়া সহ আরও কয়েকটি দেশের আটকে পড়া নাগরিকদের উদ্ধার করে।