ভাঙ্গায় জাতীয় ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত

প্রকাশ : 2021-12-12 18:50:23১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

ভাঙ্গায় জাতীয় ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত

 “ডিজিটাল বাংলাদেশের অর্জন উপকৃত সকল জনগণ” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে সারা দেশের ন্যায় ফরিদপুরের ভাঙ্গায় জাতীয় ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। রবিবার(১২ ডিসেম্বর) সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

উপজেলা নির্বাহি কর্মকর্তা আজিম উদ্দিনের সভাপতিত্বে ও আবাসিক প্রকৌশলী কে.এম. ফরিদুল ইসলামের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এম.হাবিবুর রহমান। আরো উপস্থিত ছিল উপজেলা কৃষি অফিসার সুদর্শন প্রমুখ। উল্লেখ্য, দিবসটি উদযাপনের লক্ষ্যে সকালে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।