ব্রাহ্মণগাঁও স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ 

প্রকাশ : 2024-02-16 18:51:40১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

ব্রাহ্মণগাঁও স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ 

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার ব্রাহ্মণগাঁও বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মেহেদী হাসানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মো. হোসেন খসরু। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুর রশিদ শিকদার, যুগ্ম সম্পাদক বিএম শোয়েব, লৌহজং-তেউটিয়া ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম মোল্লা। এ ছাড়া সাধারণ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তপন, মহিলা ভাইস চেয়ারম্যান রিনা ইসলাম, সাবেক ভাইস চেয়ারম্যান জাকির হোসেন বেপারী, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু ফয়সাল নিপু ফকির, ব্রাহ্মণগাঁও বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সমিতির সাবেক সভাপতি হারুন-উর-রশিদ, লেখক-গবেষক মুনীর মোরশেদসহ বিশিষ্টজন। পদ্মাপাড়ে অবস্থিত ১২২ বছরের প্রাচীন ও ঐতিহ্যবাহী বিদ্যালয়ের  শিক্ষক-শিক্ষার্থীদের জন্য দিনটি ছিল অত্যন্ত আনন্দের।