ব্রাজিল-আর্জেন্টিনা নিয়ে তর্ক গড়ালো খুন পর্যন্ত, ঘাতক গ্রেপ্তার
প্রকাশ : 2022-11-29 11:50:23১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
সদর উপজেলার বাগাদী ইউনিয়নে আর্জেন্টিনা ফুটবল দলের ভক্ত মেহেদী হাসান (১৬) নামে এক কিশোর তার বন্ধুর হাতে খুন হয়েছে বলে অভিযোগ উঠেছে। মেহেদীর বন্ধুর নাম বরকত (২০)।তাকে আটক করেছে পুলিশ। হত্যার ঘটনায় ব্যবহৃত তার ছুরিটিও জব্দ করেছে।
সোমবার (২৮ নভেম্বর) সন্ধ্যা সাতটার দিকে ইউনিয়নের দক্ষিণ নানুপুর গ্রামের আমিন বেপারী বাড়ির সামনে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় মেহেদীকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত মেহেদী নানুপুর গ্রামের সবজি ব্যবসায়ী হেলাল বেপারীর ছেলে। হেলালের চার ছেলে মেয়ের মধ্যে মেহেদী বড়। সে নানুপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল।
হেলাল বেপারী বলেন, গত শনিবার (২৬ নভেম্বর) আমার ছেলে খেলা আর্জেন্টিনার খেলা দেখছিল। পরে বন্ধুদের মধ্যে খেলা নিয়ে তর্ক হয়। এক পর্যায়ে বরকত মেহেদীকে মারধর করে। ওই ঘটনাকে কেন্দ্র করেই মেহেদিকে সোমবার সন্ধ্যায় বাড়ি থেকে ডেকে নিয়ে যায় বরকত। মেহেদির বুকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে ফেলে যায় সে।
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. ওমর ফারুক সবুজ বলেন, হাসপাতালের আনার আগেই ওই কিশোরের মৃত্যু হয়েছিল। তার বুকে ধারালো অস্ত্রের তিনটি আঘাত রয়েছে।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ বলেন, হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি জব্দ করা হয়েছে। বরকতকেও আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।
চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অর্থ) সুদীপ্ত রায় বলেন, বিষয়টি জানার পরে ঘটনাস্থলে গিয়েছি। প্রাথমিকভাবে স্থানীয়দের দেওয়া তথ্যে জানতে পেরেছি মেহেদী ও বরকত বন্ধু ছিল। প্যান্ট বেল্ট পরা নিয়ে দুজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। যেটি নিয়েই মূলত হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে। মামলা হবে। তদন্তের পর আরও আরও তথ্য জানানো যাবে।