ব্রাজিলে প্রবল বৃষ্টিতে জরুরি অবস্থা জারি, নিহত ১১
প্রকাশ : 2024-01-15 11:45:54১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
ব্রাজিলের রিও ডি জেনিরোতে প্রবল বৃষ্টিতে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। বৃষ্টির কারণে ওই এলাকার রাস্তাঘাট-ঘরবাড়ি সব প্লাবিত হয়ে গেছে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এ খবর জানিয়েছে।
প্রবল বৃষ্টি ও ঝড় রিও ডি জেনিরোও উত্তরাঞ্চলে আঘাত হানে, যেখানে মানুষ পানিতে ডুবে গিয়ে এবং বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। অনেক স্থানে গাছ উপড়ে পড়ায় ভূমিধসের ঘটনা ঘটেছে।
অগ্নিনির্বাপক কর্মীরা এখনও একজন নারীর সন্ধান করছেন যিনি রবিবার সন্ধ্যায় তার গাড়ি নদীতে পড়ে যাওয়ার পরে নিখোঁজ রয়েছেন।
পরিস্থিতি বিবেচনায় সেখানে জরুরি অবস্থা জারি করেছেন স্থানীয় মেয়র এডুয়ার্ডো পেস। সেই সঙ্গে প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার সরকার ফেডারেল সহায়তার প্রস্তাব দিয়েছেন।
সান