বোদা উপজেলায় দুই মাদকসেবীর সাত দিনের কারাদন্ড ও জরিমানা
প্রকাশ : 2025-08-28 17:36:45১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী অভিযান পরিচালনার মাধ্যমে দুইজনকে সাত দিনের কারাদণ্ড সহ অর্থ দন্ড প্রদান করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ( ২৭ আগস্ট) বিকেলে উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পঞ্চগড় এর সহযোগিতায় বিকেলে পৌর এলাকার নগর কুমারী হাট সংলগ্ন একটি বাড়ি থেকে ওই দুই যুবককে মাদক সেবনরত অবস্থায় আটক করা হয়। আটকের পর তারা দোষ স্বীকার করেন।
পরবর্তীতে অন্যান্য আলামত পরীক্ষা করে বোদা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রবিউল ইসলাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী সাত দিনের কারাদণ্ড সহ প্রত্যেককে ৫০০ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ০৭ দিনের কারাদণ্ড প্রদান করা হয়। আসামীদের সাজা পরোয়ানামূলে জেল হাজতে প্রেরনের নির্দেশ প্রদান করেন।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করার সময় জেলা মাদক উপজেলা কার্যালয়ের উপ- পরিদর্শক হাসিবুল হাসান উপস্থিত ছিলেন। বোদা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রবিউল ইসলাম বলেন , বোদায় মাদক নিয়ন্ত্রণে সব ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। তবে মাদক সেবন, বহনকারীর তথ্য প্রদানে সহায়তার জন্য সকলের সহযোগিতা কামনা করে তিনি বলেন এক্ষেত্রে শতভাগ গোপনীয়তা বজায় রাখা হবে ইনশাআল্লাহ। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।