বোদায় মাদক বিরোধী অভিযানে গাঁজা সহ আটক-২
প্রকাশ : 2024-05-29 18:12:54১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
মাদক বিরোধী অভিযানে বোদা থানা পুলিশ দুইজন মাদক কারবারিকে আটক করেছে। মঙ্গলবার (২৮ মে) বিকেলে উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের রহমতপুর এলাকা থেকে তাদের আটক করা হয়েছে।
জানা যায়, বোদা থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালায়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোজাম্মেল হক পিপিএম এর নেতৃত্বে একটি বিশেষ টিম অভিযান চালিয়ে ময়দানদিঘীর রহমতপুর ব্রীজ সংলগ্ন নতুন হাট যাওয়ার রাস্তা থেকে গাঁজা বিক্রয়কালে সদর পঞ্চগড় উপজেলার তরিকুল ইসলামের ছেলে আরমান হোসেন ওরফে আরিফ (২০) ও বোদা উপজেলার আরাজি শিকারপুর বাগানবাড়ি এলাকার আফছার আলীর ছেলে মোহাম্মদ জাফিরুল ইসলাম (৩০) কে ৫০০ গ্রাম গাঁজা সহ আটক করে।আটকৃতদের বিরুদ্ধে বোদা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১৯(ক)/৪১ ধারা মতে একটি মামলা রুজু করা হয়।
এব্যাপারে বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোজাম্মেল হক বলেন ‘আটককৃতদের দুজনকে আদালতে হাজির করা হলে আদালত তাদের জেল হাজতে প্রেরণের দির্দেশ প্রদান করেন। এ অভিযান অব্যাহত থাকবে।