বোদায় আবারো ২ মাদক কারবারি আটক
প্রকাশ : 2024-05-30 18:46:37১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
পঞ্চগড়ের বোদা থানা পুলিশ গাজা ও টাপেন্ডাল ট্যাবলেট সহ দুজনকে আটক করেছে। বোদা থানা পুলিশ জানায় বৃহষ্পতিবার দুপুর ১টার দিকে মাদকবিরোধী বিশেষ অভিযানে তাদের আটক করা হয়। এরা হলো; বোদা উপজেলার বনগ্রাম বেংহাড়ি ইউনিয়নের নতুনবন্দর এলাকার মৃত শহিদুল ইসলামের ছেলে মামুনুর রশীদ ওরফে ডলার (৩২) ও মৃত মাহিম উদ্দীনের ছেলে সোহেলরানা। পুলিশ জানায় অভিযানের সময় মামুনুর রশীদ ওরফে ডলার বসতবাড়ির আঙিনায় এ সময় ১০০ গ্রাম গাজা ও ৫০ পিস টাপেন্ডাল ট্যাবলেট উদ্ধার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে ওসি মোঃ মোজাম্মেল হক পিপিএম এর নেতৃত্বে বোদা থানার এসআই মোঃ বদিউজ্জামান, এএসআই মোঃ সাজেদুর রহমান, এএসআই বিষ্টু চন্দ্র রায় ও সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে গঠিত আভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
বোদা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোজাম্মেল হক পিপিএম জানান আটককৃতদের আদালতে হাজির করলে আদালত তাদের জেল হাজতে পাঠায়।