বৈষম্য বিরোধী নেতার উপড় হামলার প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন

প্রকাশ : 2025-11-06 17:56:57১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

বৈষম্য বিরোধী নেতার উপড় হামলার প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন

বাংলাবান্ধাস্থলবন্দরে ফ্ল্যাগ স্ট্যান্ড উদ্বোধনী অনুষ্ঠানে গনঅভ্যূথানের যোদ্ধা ফজলে রাব্বির উপড় হামলার প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র জনতা। বৃহষ্পতিবার সকালে পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ছাত্র জনতা ব্যাণারে এই কর্মসূচি পালন করা হয়।

বক্তারা বলেন, ফ্যাসিস্ট আওয়ামীলীগ বিরোধী দল মতের উপড় নির্বিচারে আতর্কিত হামলা চালিয়ে ‘আক্রমন চালিয়েছে গুম হত্যা করেছে। ঠিক তেমনি ভাবে বিএনপি একই কাজ করছে বিএনপি। আমাদের বৈষম্য বিরোধী আন্দোলনের সম্মূখযোদ্ধা ফজলে রাব্বির উপড় পরিকল্পিত হামলা করেছে। আমরা ভোটের রাজনীতি করতে আসি নাই। আমরা এসেছি অধিকারের রাজনীতি করতে এসেছি‘ জনগনের ন্যায্য অধিকার বুঝিয়ে দিতে । জুলাইকে বেঁচে করে খেতে চান ‘আমরা আপনাদের হুঁসিয়ার করে দিতে চাই ‘মনে রাখবেন এক মাঘে শীত যায়না।

তারা বলেন, ফ্যাসিস্ট হাসিনা ক্ষমতার দম্ভ দেখাতে গিয়ে দিল্লী গিয়ে বসে আছে ‘ তার কোন খোঁজ খবর নাই লাপাত্তা।  বিএনপি জাপা আপনারা যদি অতিরিক্ত বাড়াবাড়ি করেন আপনাদের একই অবস্থা হবে। তারা বলেন, ফজলে রাব্বি জুলাই আন্দোলনে সম্মূখ যোদ্ধা হিসেবে নেতৃত্ব দিয়েছে। তাদের নেতৃত্বে নতুন করে দ্বিতীয়বার দেশ স্বাধীন হয়েছিল। তার অপমান আমরা সহ্য করবোনা। খবরদার ছাত্র জনতার উপড় রক্ত চক্ষু দেখান‘ আঙ্গুল তুলে কথা বলেন আবারো ছাত্রজনতা রাজপথে নামতে বাধ্য হবে। মানববন্ধন শেষে তারা বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসক বরাবরে একটি স্বারকলিপি প্রদান করেন।

এসময় বক্তব্য রাখেন পঞ্চগড় সদর উপজেলার কামাত কাজলদিঘী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক তোফায়েল প্রধান, জেলা জাগপার সাধারন সম্পাদক শাহরিয়ার বিপ্লব, জাগপা জেলা ছাত্রলীগের সভাপতি শাহাদত হোসেন সেলিম, জুরফিকার হোসেন, শিশির, সাখওয়াত হোসেন, সান, আতিক, সানাউল্লাহ, শাওন, ওয়াসিস প্রমূখ।