বৈষম্যবিরোধী ছাত্রনেতাদের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেফতার ৩

প্রকাশ : 2025-02-25 15:36:54১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

বৈষম্যবিরোধী ছাত্রনেতাদের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেফতার ৩


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাইবান্ধা জেলা যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম আকাশ, মেহেদী হাসান ও যুগ্ম সদস্যসচিব শেফাউর রহমান শিপনের ওপর হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলায় ৯ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ৯ থেকে ১০ জনকে আসামি করা হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাইবান্ধা জেলার যুগ্ম সদস্যসচিব আসাদুজ্জামান বাদী হয়ে সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাতেই সদর থানায় মামলাটি দায়ের করেন।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম তালুকদার মামলার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বাদীর লিখিত অভিযোগটি মামলা হিসেবে রুজু করা হয়েছে। মামলার পরপরই অভিযান চালিয়ে হামলার ঘটনায় জড়িত সুমন, কিরণ ও নাজমুল নামে ৩ জনকে গ্রেফতার করা হয়। এ ছাড়া মামলার অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এদিকে, এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার দুপুর পৌনে ১২টার দিকে শহরের পৌর পার্কের শহীদ মিনার থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গাইবান্ধা সরকারি কলেজে গিয়ে শেষ হয়। সেখানে প্রতিবাদ সমাবেশে বক্তারা পরিকল্পিত হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

এ সময় হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন ছাত্রনেতারা। একই সঙ্গে হামলার ঘটনার সময় সদর থানার ওসিসহ পুলিশের নীরব ভূমিকায় প্রতিবাদ জানিয়ে তাদের শাস্তির দাবি জানানো হয়।

এর আগে, সোমবার রাত সাড়ে ৮টার দিকে শহরের স্বাধীনতা প্রাঙ্গণে মাসব্যাপী কুটিরশিল্প ও পণ্য মেলায় একদল দুর্বৃত্ত ছাত্রনেতাদের ওপর হামলা চালায়। একপর্যায়ে হামলাকারীরা ধারালো ছোড়া দিয়ে আঘাত করলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাইবান্ধা জেলার যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম আকাশ, মেহেদী হাসান ও যুগ্ম সদস্যসচিব শেফাউর রহমান শিপন আহত হন। পরে তাদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমুদ আল হাসান ও সেনাবাহিনীর সদস্যরা সদর হাসপাতালে যান। এ সময় আহতদের খোঁজখবর নিয়ে ঘটনায় জড়িতদের গ্রেফতার ও তাদের কঠোর শাস্তির ব্যবস্থার আশ্বাস দেন তারা।

কা/আ