বৈঠকে বসছেন ড. ইউনূস ও বাইডেন

প্রকাশ : 2024-09-22 13:06:30১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

বৈঠকে বসছেন ড. ইউনূস ও বাইডেন

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে দেশটির প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে এই বৈঠক হবে। নিউইয়র্কের স্থানীয় সময় ২৪ সেপ্টেম্বর দুপুরে জাতিসংঘ সদর দপ্তরে ওই বৈঠক হতে পারে বলে কূটনৈতিক একটি সূত্র আজ রোববার নিশ্চিত করেছে। বিশ্লেষকেরা বলছেন, ড. ইউনূসের নিউইয়র্ক সফরে জো বাইডেনসহ বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক খুবই গুরুত্বপূর্ণ।

আগামীকাল সোমবার প্রধান উপদেষ্টা ড. ইউনূস ৭৯তম জাতিসংঘ সাধারণ অধিবেশনে (ইউএনজিএ) যোগদানের জন্য নিউইয়র্কের উদ্দেশে রওয়ানা হবেন। ২৭ সেপ্টেম্বর তাঁর উচ্চ পর্যায়ের সাধারণ বিতর্কে বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন গতকাল শনিবার জানিয়েছেন, নিউইয়র্কে অবস্থানকালে প্রধান উপদেষ্টা নেদারল্যান্ডস, পাকিস্তান ও নেপালের প্রধানমন্ত্রীদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে। 

তিনি বলেন, এ ছাড়া মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন, ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট, জাতিসংঘের মহাসচিব, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট এবং ইউএসএআইডি প্রশাসক অধ্যাপক ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবেন।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে চলে যান। এর পর ৮ আগস্ট দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। দায়িত্ব নেওয়ার পর ড. ইউনূস সোমবারই প্রথমবারের মতো বিদেশ সফরে যাচ্ছেন। 

গত তিন দশকে জাতিসংঘের অধিবেশনের ফাঁকে যুক্তরাষ্ট্রের কোনো প্রেসিডেন্টের সঙ্গে বাংলাদেশের কোনো নেতার বৈঠক হয়নি। 

এদিকে জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক হচ্ছে না। গতকাল দুপুরে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান,  প্রধান উপদেষ্টার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্রে জাতিসংঘের অধিবেশনে দেখা হওয়ার সুযোগ নেই। কারণ প্রধান উপদেষ্টা যখন যুক্তরাষ্ট্র যাবেন, তখন ভারতের প্রধানমন্ত্রী সেখান থেকে চলে আসবেন।

 

সা/ই