বেপরোয়া বালু উত্তোলন, ভাঙনের হুমকিতে শিবচরের ১০ ইউনিয়ন

প্রকাশ : 2024-11-09 17:27:40১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

বেপরোয়া বালু উত্তোলন, ভাঙনের হুমকিতে শিবচরের ১০ ইউনিয়ন

বিভিন্ন গন মাধ্যমে প্রকাশিত হলেও থেমে নেই বালু উত্তোলন । এরই মধ্যে ২৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত বেড়িবাঁধ ভেঙ্গে গেছে। ভাঙনের হুমকিতে শিবচরের ১০ ইউনিয়নের হাজার পরিবার। জানাগেছে, গত ২ নভেম্বর বালু উত্তোলনের কারনে মাদারীপুরের শিবচরের বহেরাতলা-কলাতলা পয়েন্টে বাঁধের একাংশ ভেঙ্গে গেছে। এতে দুশ্চিন্তায় পড়েছেন নদের পাড়ে বসবাসকারীরা। স্থানীয়দের অভিযোগ,অবৈধ ড্রেজার মেশিন দিয়ে নদ থেকে বালু উত্তোলণের কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আড়িয়াল খা নদের ওপর ২৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত বেড়িবাঁধ ভেঙ্গে গেছে।

শুধু কলাতলা পয়েন্টই নয় শিবচরের কাঠালবাড়ি, চরজানাজাতসহ একাধিক স্থানের চিত্রই এরকম। অবৈধ বালু উত্তোলনের ফলে শিবচরের চরজানাজান ইউনিয়নের কমপক্ষে ৫টি ওয়ার্ড নদী গর্ভে চলে গেছে। বালু উত্তোলনের ফলে নদী গর্ভে চলে যাওয়ার হুমকি আছে কাঠালবাড়ি ইউনিয়নসহ ১০টি ইউনিয়নের হাজার মানুষ। বছরের পর বছর পদ্মা, আড়িয়াল খা নদী থেকে ইজারা ছাড়াই অবাধে বালু উত্তোলন করে অনেকেই অবৈধ টাকার পাহাড় করেছেন। অবৈধভাবে বালু উত্তোলনে রাজস্ব হারাচ্ছে সরকার এবং হুমকির মুখে পড়েছে নদীর পার্শ্ববর্তী চরজানাজাত, কাঠালবাড়ি, বন্দরখোলা, মাদবরেরচরসহ বেশ কয়েকটি এলাকা। নাম প্রকাশে অনিচ্ছুক এক বালু ব্যবসায় জানান,পদ্মা নদীতে বালু উত্তোলনের অনুমিত দেয়ার নামে ভুয়া কাজগপত্র তৈরি করেছে হাতেম বেপারী, মহসিন, তানবীর, রাজু সরকার,তুহিন মুন্সি, শাহিন মুন্সি, মুজাফ্ফর মুন্সি। এরা বালু উত্তোলনের অনুমতি প্রদানের ভুয়া কাগজপত্র বানিয়ে বিভিন্ন মানুষ দিয়ে বালু উত্তোলন করায়। তবে অভিযুক্তরা বালু উত্তোলনের ভুয়া কাগজপত্র বানানো ও বালু উত্তোলনের অভিযোগ অস্বীকার করেছেন। অথচ মাদারীপুর জেলা প্রশাসন কার্যালয় থেকে বালু উত্তোলনের কোন অনুমতি দেয়া হয়নি। এব্যাপারে মাদারীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও জেলা প্রশাসনের মুখপাত্র নাজমুল হোসেন বলেন,মাদারীপুরে কাউকে বালু উত্তোলনের অনুমতি প্রদান করা হয়নি। অবৈধ বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।

চরজানাজাত এলাকার স্থানীয় বাসিন্দা সাজেদা বেগম বলেন,বালু উত্তোলনের ফলে আমাদের গ্রাম হুমকির মুখে। রাতের আধারে এরা বালু উত্তোলন করে। কিছু বলতে গেছে বিভিন্ন ধরনের হুমকি দেয়। মাদারীপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সানাউল কাদের খান বলেন, বালু উত্তোলনের ফলে শিবচরে প্রায় ২৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত একটি বেড়িবাঁধে ধস দেখা দিয়েছে। অবৈধ বালু উত্তোলন বন্ধ না হলে সামনে আরও ভাঙনের আশঙ্কা রয়েছে।