বেনাপোল বন্দর পরিস্থিতি ও নির্মাণ তদন্তে কাজ করছে তদন্ত কমিটি: ড. এম সাখাওয়াত হোসেন
প্রকাশ : 2024-09-19 17:19:22১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেনের নির্দেশে বেনাপোল স্থলবন্দরের সার্বিক পরিস্থিতি এবং ‘বেনাপোল স্থলবন্দরের কার্গো ভেহিক্যাল টার্মিনাল নির্মাণ’ প্রকল্প পরিদর্শনে কাজ করছে তদন্ত কমিটি।
সম্প্রতি দেশের বন্দর কার্যক্রম এবং চলমান ‘বেনাপোল স্থলবন্দরের কার্গো ভেহিক্যাল টার্মিনাল নির্মাণ’ প্রকল্পের কাজের মান নিয়ে অভিযোগ করা হলে তা নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টার দৃষ্টিগোচর হয় এবং এর প্রেক্ষিতে তিনি এই তদন্ত কমিটি গঠনের নির্দেশনা দেন।
নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মুহিদুল ইসলামের নেতৃত্বে গঠিত তিন সদস্যের তদন্ত কমিটিকে তদন্তপূর্বক প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন একইসঙ্গে বস্ত্র ও পাট মন্ত্রণালয়েরও উপদেষ্টা।
তিনি বলেন, বেনাপোল বন্দরে চলমান ‘বেনাপোল স্থলবন্দরের কার্গো ভেহিক্যাল টার্মিনাল নির্মাণ’ প্রকল্পের কাজের মান যাচাই ও বন্দরের সার্বিক বিষয়ে অভিযোগ পেয়ে তদন্ত কমিটির নির্দেশ দিয়েছি।
তিনি আরও বলেন, তদন্ত প্রতিবেদন দেখে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। বন্দরগুলো বিশেষ করে বেনাপোল বন্দরের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনায় মন্ত্রণালয় কাজ করছে।
সান