‘বেনাপোল এক্সপ্রেস’ চলাচল শুরু ১১ জানুয়ারি

প্রকাশ : 2024-01-09 14:34:26১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

‘বেনাপোল এক্সপ্রেস’ চলাচল শুরু ১১ জানুয়ারি

ঢাকার গোপিবাগে ‘বেনাপোল এক্সপ্রেসে’ আগুন লাগার পর থেকে বন্ধ রয়েছে ট্রেনটি। শুক্রবার (৫ জানুয়ারি) রাতে ওই ঘটনার পরপরই ট্রেনটির চলাচলের শিডিউল বাতিল করা হয়। মঙ্গলবার (৯ জানুয়ারি) সকালে বেনাপোল স্টেশন ম্যানেজার শাহিদুজ্জামান বাংলা ট্রিবিউনকে জানান, বৃহস্পতিবার (১১ জানুয়ারি) থেকে ট্রেনটি আবার চলতে শুরু করবে।

তিনি জানান, ১১ জানুয়ারি দুপুর ১টায় বেনাপোল থেকে ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে। পরে ওই দিন রাত ১১টা ৪৫ মিনিটে ঢাকা থেকে আবার বেনাপোলের উদ্দেশে যাত্রা করবে। বৃহস্পতিবার ট্রেনটি সাপ্তাহিক বন্ধ হলেও সেদিন ট্রেনটি চালু করা হবে।

উল্লেখ্য, ৫ জানুয়ারি রাত ৯টার দিকে ট্রেনটিতে আগুন লাগার খবর পাওয়া যায়। এরপরেই ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট। প্রায় সোয়া একঘণ্টা চেষ্টার পর রাত ১০টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। আগুনে দগ্ধ হয়ে চার যাত্রীর মৃত্যু হয়।

অগ্নিকাণ্ডের ঘটনার পর বেনাপোল থেকে ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস (৭১৫) ৭ জানুয়ারি পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়। একইসঙ্গে এই ট্রেনে আগুনের ঘটনায় ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করে বাংলাদেশ রেলওয়ে।

 

সান