বৃষ্টি এল ঝমঝমিয়ে
প্রকাশ : 2022-12-23 10:20:56১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
সুনীল শর্মাচার্য
-------------------------
সজনে গাছে ফুল ফুটেছে
আকাশ-ফাটা রোদ্দুর,
মাঠ পেরিয়ে ময়নামতি
শিমুলতলা কদ্দুর!
মন-পোড়ানো মেয়ে লো
দু'চোখে তোর জ্বালা,
গলায় কি তোর সদাই জ্বলে
বজ্রশিখার মালা!
রোদ-কুড়োনো ছেলে রে
দু'হাতে তোর মাটি,
কোথায় পাবি বুক-জুড়োনো
ঠাণ্ডা জলের বাটি!
সূয্যিঠাকুর দিঘির জল
চুমুক দিয়ে খায়,
জোড়া-জোড়া ছেলে-মেয়ে
আগুন মাখে গা'য়!
আকাশ ঘামে দরদরিয়ে
শরীর কাঁপে জ্বরে,
পাহাড় যেন হাত বাড়িয়ে
মেঘের ঝুঁটি ধরে।
বৃষ্টি নামুক বৃষ্টি নামুক
বৃষ্টি নামুক রে,
দুপুররাতে ঘুম-পাহাড়ে
মাদল বাজায় কে?
বৃষ্টি নামুক বৃষ্টি নামুক
বৃষ্টি নামুক রে,
ঝুমুর ঝুমুর পলাশবনে
নৃত্য করে কে?
মেয়ের মুখে মুক্তাহাসি
এলোখোঁপায় ফুল,
ছেলের হাতে মেলার বাঁশি
হাওয়ায় ওড়ে চুল!
বৃষ্টি এল ঝমঝমিয়ে
বুকটা কাঁপে ডরে,
ভিজা শাড়ি ভিজা বসন
কখন খসে পড়ে!