বুস্টার ডোজ নিয়েও করোনা আক্রান্ত বারাক ওবামা

প্রকাশ : 2022-03-14 09:35:38১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

বুস্টার ডোজ নিয়েও করোনা আক্রান্ত বারাক ওবামা

বুস্টার ডোজ নিয়েও করোনা আক্রান্ত হলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। মার্কিন সময় রবিবার ওবামা নিজেই করোনা পজিটিভ হওয়ার কথা নিশ্চিত করেন এক টুইট বার্তায়। করোনা আক্রান্ত হয়ে ওবামা বলেন, “আমার গলা খুসখুস করছে গত দুই দিন ধরে। তবে আমার শরীর ঠিক আছে।”সিএনএন’র প্রতিবেদন।

জানা গেছে, গলা খুসখুস এবং হালকা ঠান্ডা ভাব থাকায় করোনা পরীক্ষা করান সাবেক মার্কিন প্রেসিডেন্ট। পরীক্ষার ফল এলে দেখা যায় বারাক ওবামা করোনা সংক্রমিত। বারাক ওবামার করোনা পজিটিভ হওয়ার পর সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামারও করোনা পরীক্ষা করানো হয়। যদিও মিশেল ওবামার করোনা রিপোর্ট নেগেটিভ আসে।

এদিকে, করোনা আক্রান্ত হয়েও মার্কিন নাগরিকদের টিকা নেওয়া জন্য উদ্বুদ্ধ করেন বারাক ওবামা। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বলেন, মিশেল ও আমি টিকা নিয়েছি। বুস্টার ডোজও নিয়েছি আমরা দু’জনই। আপনারা যদি ইতোমধ্যে করোনা টিকা না নিয়ে থাকেন তবে আমি আপনাদের মনে করিয়ে দিতে চাই যে এই টিকা নেওয়া কতটা গুরুত্বপূর্ণ। তাই আমি আপনাদের এই টিকা নিতে উৎসাহিত করছি। এমনকি দেশে করোনা সংক্রমণ কমে গেলেও আপানারা টিকা নিন।