বিয়ে বন্ধনে আবদ্ধ হলেন পূর্ণিমা
প্রকাশ : 2022-07-22 11:44:39১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বিয়ে বন্ধনে আবদ্ধ হলেন চিত্রনায়িকা পূর্ণিমা। পাত্র আশফাকুর রহমান রবিন, পেশায় দেশের বহুজাতিক একটি প্রতিষ্ঠানের বিপণন বিভাগের কর্মকর্তা। লেখাপড়া করেছেন অস্ট্রেলিয়ার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে।
পূর্ণিমা জানান, গত ২৭ মে দুই পরিবারের সম্মতিতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
বিয়ের প্রায় দুই মাস পর বৃহস্পতিবার (২১ জুলাই) রাতে বিয়ের খবরটি গণমাধ্যমকে জানান পূর্ণিমা। তিনি বলেন, ‘কাজের সূত্র ধরেই তার (রবিন) সঙ্গে পরিচয়। তিন বছরের পরিচয় থেকে বন্ধুত্ব, সেখান থেকে পরস্পরের মন দেওয়া-নেওয়া। এবং বিয়ে।’
জানা যায়, চলতি বছরের শেষ দিকে রবিন-পূর্ণিমার বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন হবে।
এর আগে ২০০৭ সালের ৪ নভেম্বর পারিবারিকভাবে আহমেদ জামাল ফাহাদ নামের এক ব্যক্তিকে বিয়ে করেন। ২০১৪ সালের ১৩ এপ্রিল তিনি প্রথম কন্যা সন্তানের মা হন। তবে এই সংসারের বিচ্ছেদের খবর কখোনই স্পষ্ট করেননি দিলারা হানিফ পূর্ণিমা।