বিষফোড়া বিএনপিকে রাজনীতিতে থেকে মুছে ফেলতে হবে : কাদের
প্রকাশ : 2023-12-23 15:58:57১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
রাজনীতিতে বিএনপি বিষফোঁড়া এমন মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রাজনীতির বিষফোঁড়া দলটিকে রাজনীতি থেকে মুছে ফেলতে হবে। শনিবার (২৩ ডিসেম্বর) দুপুরে নোয়াখালীর কোম্পানীগঞ্জের বামনী বাজারে গণসংযোগকালে এমন মন্তব্য করেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি দেশের স্বাধীনতা ও গণতন্ত্রের শত্রু। এদের প্রতিহত করার একটা সুযোগ এসেছে। আগামী ৭ জানুয়ারি দলে দলে ভোট দিয়ে এই সুযোগ কাজে লাগাতে হবে। এ সময় ৭ জানুয়ারি ভোটারদের দলে দলে কেন্দ্রে যাওয়ার আহ্বান জানান তিনি।
এর আগে সকাল থেকে কোম্পানীগঞ্জের বসুরহাট, শান্তিরহাট, রংমালা বাজার, বাংলা বাজারসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন তিনি। এ সময় নৌকা প্রতীকে ভোট চান। দলের স্থানীয় নেতাকর্মীরা তার সঙ্গে ছিলেন।বিকেল তিনটায় নিজ নির্বাচনী এলাকার আরেক উপজেলা কবিরহাটে পথসভায় বক্তব্য দেবেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরুর পর গতকাল শুক্রবার নিজ আসনে প্রথমে এসেছেন ওবায়দুল কাদের।
ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত প্রার্থীরা নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন। আর ৭ জানুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
ই