বিশ্ব বাজারে সামান্য কমেছে জ্বালানি তেলের দাম
প্রকাশ : 2022-08-30 12:23:58১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম মঙ্গলবার (৩০ আগস্ট) সামান্য কমেছে। যেখানে আগে কয়েক দফায় মুনাফা লাভ করেছে বিনিয়োগকারী কোম্পানিগুলো। আশঙ্কা করা হচ্ছিল যে কেন্দ্রীয় ব্যাংকগুলো থেকে আরও সুদের হার বৃদ্ধি বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার কারণ হতে পারে এবং জ্বালানির চাহিদা কমিয়ে দিতে পারে।
মঙ্গলবার সকাল ৯টা ৫৯ মিনিটে ব্যারেলপ্রতি ব্রেন্ট ক্রুডের দাম ৮১ সেন্ট বা শূন্য দশমিক ৭ শতাংশ কমে ১০৪ দশমিক ২৮ ডলারে দাঁড়িয়েছে। সোমবার এটির মূল্য বাড়ে ৪ দশমিক ১ শতাংশ, এক মাসের বেশি সময় ধরে সেটি ছিল সর্বোচ্চ।
ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম ৩৩ সেন্ট বা শূন্য দশমিক ৩ শতাংশ কমে ৯৬ দশমিক ৬৮ ডলারে দাঁড়িয়েছে। এর আগের দফায় এটির দাম ৪ দশমিক ২ শতাংশ বাড়ে।
বিশ্বের অনেক বড় অর্থনীতিতে মূল্যস্ফীতি দুই ডিজিটের কাছাকাছি, এমন একটি স্তর যা প্রায় অর্ধ শতাব্দীতে দেখা যায়নি। যা মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপের কেন্দ্রীয় ব্যাংকগুলোকে আরও সুদের হার বৃদ্ধি অবলম্বন করতে প্ররোচিত করতে পারে।
সূত্র: রয়টার্স