বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদ এলাকায় ডাস্টবিন স্থাপন দাবী
প্রকাশ : 2022-04-19 14:46:22১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বাগেরহাটের বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদ এলাকায় ডাস্টবিন স্থাপনের দাবী জানিয়েছেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল বাগেরহাট। মঙ্গলবার সকাল ১০টায় বাগেরহাট প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ দাবী জানান ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর রাজনৈতিক ফেলো তাছলিমা আক্তার ও আলী আজিম।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তাছলিমা আক্তার বলেন, বিশ্ব ঐতিহ্যবাহী ষাটগম্বুজ মসজিদ একটি পর্যটন এলাকা। এখানে ভ্রমন করতে প্রতিদিন পাঁচহাজারের মত পর্যটক আগমন করেন এবং পাশাপাশি ওই এলাকায় পাঁচহাজার লোকের বসবাস। পরিস্কার পরিছন্নতা ও স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখার স্বার্থে মসজিদ সংলগ্ন এলাকায় কয়েকটি ডাস্টবিন স্থাপনের প্রয়োজনীয়তা জরুরী হয়ে পড়েছে। এমন অবস্থায় আমরা ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল রাজনৈতিক ফেলো ও সচেতন নাগরিক হিসাবে জনগনের মতামত গ্রহনের জন্য উদ্যোগ গ্রহণ করি এবং গনস্বাক্ষর করে স্থানীয় সমস্যাটি সমাধানের জন্য আমরা ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদে একটি লিখিত আবেদন করেছি।