বিরোধী নেতাকর্মীদের গ্রেফতারে উদ্বেগ, অংশগ্রহণমূলক নির্বাচনের উপায় খোঁজা জরুরি
প্রকাশ : 2023-11-06 10:49:52১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বাংলাদেশে বিরোধী দলীয় নেতাকর্মীদের গ্রেফতারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন ইউরোপীয় ইউনিয়নের [ইইউ] পররাষ্ট্র ও নিরাপত্তা নীতিবিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ এবং ইউরোপীয় কমিশনের ভাইস প্রেসিডেন্ট জোসেপ বোরেল। একই সঙ্গে সব পক্ষকে সহিংসতা পরিহার করার আহ্বানও জানিয়েছেন তিনি।
রোববার (৫ নভেম্বর) সামাজিকমাধ্যমে এক্সে [সাবেক টুইটার] তিনি লিখেছেন, ‘বাংলাদেশে ৮ হাজারেরও বেশি বিরোধী দলীয় কর্মীকে গ্রেফতারের ঘটনায় উদ্বিগ্ন। সব ক্ষেত্রেই ন্যায়বিচার হওয়া উচিত।’
ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ প্রতিনিধি সব পক্ষকে সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান জানান। তিনি বলেন, গণতন্ত্র, মানবাধিকার ও মৌলিক স্বাধীনতার অনুকূলে অংশগ্রহণমূলক নির্বাচনের শান্তিপূর্ণ পথ খুঁজে বের করা জরুরি।
বিএনপির নেতৃত্বাধীন বিরোধী দলগুলো দ্বিতীয় দফায় দেশব্যাপী অবরোধ অব্যাহত রেখেছে, এতে কিছু সহিংসতার ঘটনা ঘটছে এবং আন্তঃজেলা রুটে তুলনামূলকভাবে কম যানবাহন চলাচল করছে।
ই