বিমুগ্ধ পৃথিবীর মুখ - বিনয় মন্ডল
প্রকাশ : 2024-05-12 14:17:56১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
.
বিমুগ্ধ পৃথিবীর মুখ
বিনয় মন্ডল
.
ঝিঁনুকের মতো চুপিসারে অপলক চেয়ে থেকে
জলহীন বিমুগ্ধ পৃথিবীর চোখে
চেরি ফুল ঝরে পড়ে হাসনা হেনা বনে
উত্তাল ঢেউয়ে ফেনা হয়ে ভেসে যায় সুদূর।
.
বেদনায় পৃথিবীর আয়ু ক্ষয়ে গেলে
পোড়া গন্ধ নিয়ে জ্বলজ্বলে আকাশের চাঁদ
বিষন্ন বাতাসে মৃত্যুর উত্তাপ ছড়ায়
পুড়ে পুড়ে হয়ে ওঠে নীলকন্ঠ ফুল।
.
আকাশের কোন তাঁরা কবে খসে গেছে
পথিক তীর ঘেসে দূর গায়ে চলে গেছে কবে
নদী কি মনে রাখে ভাঙ্গনের স্বর?
রাজ হাঁস চিরদিন খোঁজে ডিম পাড়াচর।
.
অবিশ্বাসী রোদে প্রতিদিন খুঁজে ফিরি উত্তাপ
বিবেক দহনে ভুলে যাই পুরনো শপথ
সময়ের জাহাজে অশ্বারোহী ফিরে শূন্য হাতে
প্রগাঢ় অন্ধকারে দেখে বিশুদ্ধ পৃথিবীরমুখ।
.
বিমুগ্ধ মখমলে ভেসে ওঠে হলুদ শরীর
নবান্ন উৎসবে পাড়াময় ফসলের মাঠ
স্বপ্নহীন ফুলেল নির্যাসে মুছে গেলে ঠিকানা
মোহনীয় ছায়া পথে উড়ে যায় ষোড়শীর চুল
বিকেলের রোদগুলো ধরা দেয় চিবুকের কাছে।
সান