বিপুল ভোটের ব্যবধানে জয় লাভ করব : শাজাহান খান

প্রকাশ : 2023-12-21 15:31:22১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

বিপুল ভোটের ব্যবধানে জয় লাভ করব : শাজাহান খান

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২১৮ মাদারীপুর-২ আসনে বাংলাদেশ আওয়মীলীগ মনোনীত প্রার্থী শাজাহান খান বলেছেন আমি নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্ধীতা করছি। প্রতিদিনই নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ভোটারদের সাথে গণসংযোগ করছি। আশা করছি আমি বিপুল ভোটের ব্যবধানে জয় লাভ করব বলে মন্তব্য করেছেন শাজাহান খান। বৃহস্পতিবার সকালে মাদারীপুর শহরের ১ নং ওয়ার্ডের পৌর মার্কেট এলাকায় দলীয় নেতাকর্মীদের নিয়ে গণসংযোগকালে তিনি সাংবাদিকদের একথা বলেন।

গণসংযোগকালে তিনি তার নির্বাচনী এলাকা মাদারীপুর-২ আসনের ভোটারদের সাথে দেখা করছেন ও নৌকা মার্কায় ভোট চান। শাজাহান খান আরো বলেন, ‘মাদারীপুরে ভোটারদের মধ্যে নির্বাচনের ভোট প্রদানের প্রচুর আগ্রহ তৈরী হচেছ। আশা করি ভোটের দিন প্রতিটি কেন্দ্রে ব্যাপক ভোটার উপস্থিতি হবে এবং নৌকা মার্কায় বিপুল পরিমান ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবে। শাজাহান খানের মাদারীপুর শহরে গণসংযোগকাল তার সঙ্গে স্থানীয় দলীয় নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

 

সান