বিজয় দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

প্রকাশ : 2022-12-16 09:51:31১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

বিজয় দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

মহান বিজয় দিবস উপলক্ষে স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার (১৬ ডিসেম্বর) সকালে সাভার জাতীয় স্মৃতিসৌধে শদ্ধা নিবেদন শেষে তিনি যান ধানমন্ডি ৩২ নম্বরে। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রথমে সরকার প্রধান হিসেবে শ্রদ্ধা নিবেদন করেন। পরে দলীয় নেতাকর্মীদের নিয়েও শ্রদ্ধা জানান আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে নীরবতা পালন করেন তিনি।

এ সময় তথ্যমন্ত্রী বলেন, বিএনপি আজ দলগতভাবে দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত। আজকে আমাদের প্রত্যয় হচ্ছে দেশ বিরোধী সকল অপশক্তিকে দমন করে দেশকে স্বপ্নের ঠিকানায় পৌঁছানো।