বিজয় দিবস উপলক্ষে তরফভাইখাঁ সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে পুরস্কার ও শীতবস্ত্র বিতরণ
প্রকাশ : 2024-12-21 13:04:15১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
মহান বিজয় দিবস উপলক্ষে শুক্রবার ২০ শে ডিসেম্বর২৪ বগুড়ার গাবতলী সদর ইউনিয়নের তরফভাইখাঁ সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে স্থানীয় ঈদগাঁও মাঠে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন তরফভাইখাঁ সমাজ কল্যাণ পরিষদের উপদেষ্টা বেড়ের বাড়ী উচ্চ বিদ্যালয় এর অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ্ব আলী আজগর বাবু।
অত্র পরিষদের সভাপতি সমাজসেবক আতোয়ার হোসেন (গনি) সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এ.এম.এন শাহিন (শাওন) এর সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অত্র পরিষদের উপদেষ্টা হারুন-অর-রশিদ হারুন, রেজা মিয়া, গোলজার হোসেন,সহ-সভাপতি ফজলুল হক, সহ-সম্পাদক পিন্টু মিয়া, কোষাধক্ষ্য জহুরুল ইসলাম, দপ্তর সম্পাদক গোলাম মাওলা, প্রচার সম্পাদক আব্দুল হান্নান, ধর্মীয় সম্পাদক এমএ ওয়াজেদ, কৃষি বিষয়ক সম্পাদক আবু সাঈদ, সমাজসেবক সাজেদুর রহমান প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন অত্র পরিষদের উপদেষ্টা পরিষদ, নির্বাহী পরিষদ ও সাধারণ সদস্যবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ।