বিজয়ের কাপ আনে

প্রকাশ : 2022-10-01 09:48:05১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

বিজয়ের কাপ আনে

সুনীল শর্মাচার্য
------------------

স্বাগতম, বীরাঙ্গনা
নও এলেবেলে,
বিজয়ের কাপ আনে
ফুটবল খেলে!

যত থাক বাধা ধরা
নিষেধের বেড়া,
আঁধার কাটছে জানি
ভেঙে যত ঘেরা!

সাব্বাস বাংলাদেশ
সাব্বাস অবাক,
বিজয় কেতন ওড়ে
দিগন্তে সবাক!

স্মরণে সুখের দিন
আঁকা থাক মনে,
বাঁকা হাসি মুছে যাক
দেশ ঘর কোণে!

মেয়েগুলোর সাহস খুব
লড়ে আনলো সোনা,
তাদের কথা স্বর্ণ অক্ষরে
থাকলো হৃদে বোনা!