বিচ্ছিন্ন ভাবনা - মোজাম্মেল হক
প্রকাশ : 2023-10-16 13:46:23১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
"বিচ্ছিন্ন ভাবনা"
মোজাম্মেল হক
অবরুদ্ধ করোনায়,
কেউ কিন্তু বসে নাই।
কেউ করে ছাদে আবাদ,
কেউ বা করে ঘরে বসে,
কবিতার চাষ।
কিছু একটা করনা,
সময় যে আর কাটে না
নেই কাজ, তো খৈ ভাজ।।
প্রবচনের নব রুপ
ছেলের মুখে বাপের গোঁফ
ন্যাড়া মাথায় বাবরী চুল
আর করোনা হেন ভুল।
পঙ্গপাল আসছে ধেয়ে,
সব কিছু যে ফেলবে খেয়ে।
রোহিঙ্গারা মামার দেশে
খেয়ে পড়ে আছে বেশ।।
কলুর বলদ,দুখিনী মা,
চাঁদের হাটে শাশুড়ি আম্মা ।
সাক্ষী গোপাল পুত্রধন
সুখে থাক সারা জীবন।
রন্ধনে বাগাড়ের ঝাঁঝ,
অর্ধাঙ্গিনীর মন মেজাজ,
ফেসবুকে যে,সংসার নাশ।।
ত্রান কার্যে বানর-ভাগ
অন্নপূর্না বেজায় রাগ।
দাতা- গ্রহীতা সবাই সম
উড়ো খই, গোবিন্দ্র নম।।
কবি- মোজাম্মেল হক,
অধ্যক্ষ, সরকারি লৌহজং বিশ্ববিদ্যালয় কলেজ।
সান