'বিগ বস' প্রতিযোগিতার বিজয়ীর নাম ফাঁস!

প্রকাশ : 2022-01-31 12:10:09১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

'বিগ বস' প্রতিযোগিতার বিজয়ীর নাম ফাঁস!

চার দেয়ালের ভেতর তিনি প্রায় সবার সঙ্গে ঝামেলায় জড়াতেন নানা সময়। তির্যক মন্তব্য ও কার্যকলাপের কারণে প্রায় রীতিমতো সংবাদ শিরোনাম হতেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে নিয়ে বেশ চর্চাও হয়েছে। সেই তেজস্বী প্রকাশ হয়েছেন এবারের প্রতিযোগিতার বিজয়ী।

প্রতিবার কালারস চ্যানেলের জনপ্রিয় রিয়্যালিটি শো 'বিগ বস'-কে ঘিরে থাকে প্রবল উন্মাদনা। প্রতিনিয়ত এই শো ঘিরে নানান খবর উঠে আসে। বাংলাদেশের দর্শকের মধ্যেও এর আগ্রহ দেখা যায়। এবারের 'বিগ বস'-এর ক্ষেত্রেও এর ব্যতিক্রম হয়নি। এবারও 'বিগ বস' নিয়ে ছিল ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা। গত কয়েক মাস 'বিগ বস' আয়োজনে চড়াই-উতরাইতে ভরপুর ছিল। গতকাল রোববার জানা গেল এবারের প্রতিযোগিতার চূড়ান্ত বিজয়ীর নাম। এবার 'বিগ বস-১৫'-এর ট্রফি জিতলেন তেজস্বী প্রকাশ।

টিভিতে প্রচারের আগেই এ প্রতিযোগিতার বিজয়ীর নাম ফাঁস হয়েছে গতকাল রাতে। সঞ্চালক সালমান খানের এই অনুষ্ঠানের বিজয়ী কে হবেন, তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা ছিল।

দর্শকদের বিচারে 'বিগ বস'-এর জয়ী হওয়ার লড়াইয়ে সবচেয়ে এগিয়ে ছিলেন প্রতীক ও করণ। তারপরই নাম আসে শমিতা আর তেজস্বীর। প্রসঙ্গত, প্রথম থেকেই শোতে বনিবনা ছিল না করণ ও প্রতীকের। ভারতীয় বিভিন্ন বিনোদন সাময়িকীর সংবাদ অনুযায়ী, একে অপরকে সহ্য করতে পারেন না শমিতা ও তেজস্বীও।

এদিন 'বিগ বস'-এর ট্রফি ছাড়াও ৫০ লাখ টাকার পুরস্কার জিতলেন তেজস্বী। দ্বিতীয় স্থানে শেষ করলেন প্রতীক, সেকেন্ড রানারআপ হয়েই সন্তুষ্ট থাকতে হলো করণকে। তেজস্বী 'বিগ বস'-এর অন্যতম চর্চিত প্রতিযোগী ছিলেন। অন্যদিকে, ফিনালেতে ১০ লাখ টাকা নিয়ে বেরিয়ে গেলেন নিশান্ত। শমিতা শেঠি পাঁচ ফাইনালিস্টের মধ্যে চতুর্থ স্থানে শেষ করেছেন। সালমান খানের বক্তব্য, সঠিক সিদ্ধান্ত নিয়েছেন তিনি। কারণ, জেতার মতো ভোট ছিল না তাঁর কাছে। তাই বেরিয়ে গিয়ে ভালোই করেছেন তিনি। নিশান্তকে আগামীর শুভেচ্ছা জানান সালমান।

এবারের চুড়ান্ত আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন 'বিগ বস'-এর পাঁচ সাবেক বিজয়ী। ১০ লাখ টাকা বাক্সবন্দী করে তাঁরাই ঘরের মধ্যে যান। তাঁরা, অর্থাৎ গৌতম গুলাটি, উর্বশী ঢোলাকিয়া, গওহর খান, হিনা খান ও রুবিনা দিলায়েক। অফার দেন ট্রফি বা ১০ লাখের মধ্যে থেকে বেছে নিতে হবে একটা। সেটাই নিয়ে বেরিয়ে যান নিশান্ত।

এরপর 'গেহেরাইয়া' ছবির চার প্রধান তারকা দীপিকা, অনন্যা, সিদ্ধান্ত, ধৈর্য হাজির 'বিগ বস'-এর মঞ্চে। শুরু হয় ছবির প্রচার। তবে গতকাল রাতেই এই অনুষ্ঠানের সবচেয়ে আবেগঘন মুহূর্ত তৈরি হলো, যখন শেহনাজ গিল মঞ্চে এসে প্রয়াত সিদ্ধার্থ শুক্লার স্মৃতিচারণা করলেন।

এর আগেই ধারণকৃত 'বিগ বস-১৫'-এর একটি ক্লিপিংস সম্প্রতি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যেখানে সালমান খান ও শেহনাজ গিলের মধ্যে একটি আবেগঘন দৃশ্য দেখা যায়।

যেখানে দেখা যাচ্ছে সালমান খান জোর গলায় শেহনাজকে স্বাগত জানাচ্ছেন স্টেজে, 'ইন্ডিয়া কি শেহনাজ' বলে। আর সালমানের কাছে আসতেই চোখে জল আসে শেহনাজের। 'আপনাকে দেখে ইমোশনাল হয়ে গেছি' বলতে শোনা যায় তাঁকে। এরপর শেহনাজকে শান্ত করার জন্য জড়িয়ে ধরেন সালমান। এরপর দুজনকেই মলিন মুখে দেখা যায়। তারপর একে অপরকে ছেড়ে টিস্যু দিয়ে চোখ মুছতে দেখা যায় দুজনকেই।