বিগত ফ্যাসিস্ট সরকার গণতান্ত্রিক ব্যবস্থা ও মানুষের মৌলিক অধিকার হরন করেছিল: নওশাদ জমির
প্রকাশ : 2025-11-08 11:49:33১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
জাতীয়তাবাদী দলের (বিএনপির) কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক ও. বিএনপির পঞ্চগড়-১ আসনের ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী ব্যারিষ্টার নওশাদ জমির বলেন, ফ্যাসিস্ট সরকার গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং বিচার বিভাগ, আইন বিভাগসহ প্রশাসনের প্রতিটি স্তরকে ধ্বংস করেছিল। মানুষের মৌলিক অধিকার কথা বলার স্বাধীনতা হরন করেছিল। আমরা সেই ফ্যাসিস্টকে পরাজিত করে দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি।
তিনি বৃহষ্পতিবার তেতুলিয়া উপজেলার তেঁতুলতলায় উপজেলা বিএনপি আয়োজিত জাতীয় সংহতি দিবসের আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।ব্যারিস্টার নওশাদ জমির বলেন,দোশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যবদ্ধ ভাবে ধানের শীষে ভোট দিতে হবে।
তিনি আরও বলেন, বাংলাদেশের ইতিহাসে ১৯৭৫ সালের ৭ নভেম্বর দেশপ্রেমে উদ্দীপ্ত হয়ে সিপাহী-জনতা রাজপথে নেমে এসেছিল, স্বাধীনতা সুরক্ষা ও গণতন্ত্র পুণরুজ্জীবনের অঙ্গীকার নিয়ে। স্বাধীনতাত্তোর ক্ষমতাসীন গোষ্ঠী নিজ স্বার্থে দেশকে আধিপত্যবাদের থাবায় ঠেলে দিয়েছিল ক্ষমতাকে চিরদিনের জন্য ধরে রাখা। একদলীয় বাকশাল গঠন করে গণতন্ত্রকে হত্যা করা হয়। বাকশালী সরকার অগণতান্ত্রিক ও ফ্যাসিবাদী পন্থায় মানুষের ন্যায়সঙ্গত অধিকারগুলো হরণ করে।
উপজেলা বিএনপির সভাপতি শাহাদাৎ হোসেন রঞ্জুর সভাপতিত্বে এসময় আরো তীরনই হাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলমগীর হোসাইন, যুবদলের আহবায়ক খন্দকার আবু নোমান এনাম, ছাত্রদলের আহ্বায়ক নুরুজ্জামান দুলাল, তাঁতিদলের সাধারন সম্পাদক আলআমিন পারভেজ। অনুষ্ঠান ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম শাহীন।