বিখণ্ডিত হৃদয় আমার
প্রকাশ : 2021-12-16 11:58:45১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
শাশ্বত স্বপন
--------------------
বুকের ঠিক নিচে
ওখানে চারভাগ হয়ে আছে
আমার বিদ্রোহী হৃদয়,
পাথর হয়ে আছে
চারটি রক্তঝরা ইতিহাস।
বুকের ঢাকনাটা খুলে দেখ
বামপাশে চেয়ে দেখ
হ্যাঁ, ‘৫২এর রক্তঝরা দিনগুলোর
একটা প্রতিচ্ছবি--
যা ময়লা-আবর্জনার ধ্বংস স্তূপ হয়ে আছে।
এখানে চিরতরে ঘুমিয়ে আছে
সালাম-রফিক-জব্বার আরো নাম-না-জানা কত বনফুল।
এবার ডানপাশে চেয়ে দেখ
হ্যাঁ, এই ভাগে মন্দির হয়ে আছে
’৬৯ এর অসম্পূর্ণ গণআন্দোলন,
আসাদের রক্তের সমাধী।
রক্তের প্রবাহ দেখেছ?
ঐ তো পাশে, আরেকটু নিচে
হ্যাঁ এটা, ’৭১ এর ইতিহাস
একটা ভাগাড়।
এখানে ৩০ লক্ষ জীবন আর
হাজার হাজার ধ্বংশ নিয়ে
পাহাড়ের মত দাঁড়িয়ে আছে একটা নিষ্প্রাণ মহাশ্মশান।
বিপ্লব দেখেছ? জনতার বিপ্লব
ঐ দেখ, সন্মুখে একটা মিছিল
এবার চোখ বন্ধ কর,
কল্পনা কর, চোখ খোল
দেখতো, তোমার চোখে জল আসে কিনা?
বুঝেছ? হ্যাঁ এটা জ্বলন্ত ‘৯০
মৃতদেহগুলো স্টাচু হয়ে আছে
চিনতে পারনি?
ভাল করে আবার দেখ
এখানে শুয়ে আছে ডা. মিলন, নূর হোসেন…
আমার হৃদয়ের বামপাশে
নিচের খন্ডে ’৭১-এ তুমি দেখেছ,
কালো মুখোস পড়া ছিল। চিনেছ?
তেলাপোকা ওদের আত্মার আত্মীয়…।