বিক্রমপুর আদর্শ কলেজে এইচএসসি পরীক্ষায় পাশের হার ৭৮ শতাংশ

প্রকাশ : 2025-10-17 17:28:56১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

বিক্রমপুর আদর্শ কলেজে এইচএসসি পরীক্ষায় পাশের হার ৭৮ শতাংশ

চলতি বছরের এইচএসসি পরীক্ষায় মুন্সীগঞ্জ সিরাজদিখানের বিক্রমপুর আদর্শ কলেজে সন্তোষজনক ফলাফল অর্জন করেছে শিক্ষার্থীরা। এ বছর কলেজটির মোট পাশের হার দাঁড়িয়েছে ৭৮ শতাংশ।

কলেজ সূত্রে জানা গেছে, বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষাএই তিন বিভাগ মিলিয়ে মোট পরীক্ষার্থী ছিল ১৫৬জন। এর মধ্যে পাশ করেছে ১২৩ জন শিক্ষার্থী। এছাড়া জিপিএ-৫ পেয়েছে  বিজ্ঞান বিভাগের জাকিয়া মনি, মানবিক বিভাগের মোঃ আলিনুর ইসলাম,ব্যবসায় শিক্ষা বিভাগের নুসরাত জাহান অহনা মোট ০৩ জন। পাশের হার ৭৮.৮৫% ফলাফল প্রকাশের পর কলেজ ক্যাম্পাসে আনন্দ উৎসবের পরিবেশ দেখা গেছে। শিক্ষার্থীরা শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে উল্লাস প্রকাশ করে একে অপরকে মিষ্টি খাইয়ে অভিনন্দন জানায়।

অভিভাবক এ্যাডভোকেট মারুফ হাসান মন্টি বলেন,আমাদের সন্তানদের এইসএসসি পরীক্ষায় এমন ভালো ফলাফল পেয়ে আমি সত্যিই আনন্দিত ও গর্বিত। এই সাফল্যের পেছনে শিক্ষার্থীদের পরিশ্রম, শিক্ষকদের নিবেদিত প্রাণ দিকনির্দেশনা এবং কলেজের সার্বিক সহযোগিতা সবকিছুই প্রশংসার দাবিদার। বিক্রমপুর আদর্শ কলেজ সব সময় শিক্ষার্থীদের সঠিকভাবে গড়ে তুলতে যেভাবে আন্তরিক ভূমিকা রাখছে, তা সত্যিই অনুকরণীয়। একজন অভিভাবক হিসেবে আমি কলেজের অধ্যক্ষ, শিক্ষকবৃন্দ ও সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই। আশা করি ভবিষ্যতেও কলেজের  ফলাফলের এ ধারা অব্যাহত থাকবে এবং আরও অনেক শিক্ষার্থী এলাকার, দেশের গর্ব হয়ে উঠবে।

 বিক্রমপুর আদর্শ কলেজের অধ্যক্ষ ওযাহিদুর রহমান খান বলেন, আমাদের শিক্ষক ও শিক্ষার্থীদের কঠোর পরিশ্রমের ফলেই এই সাফল্য এসেছে। ভবিষ্যতে আরও ভালো ফল অর্জনের জন্য আমরা ইতিমধ্যেই শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নিয়েছি।অভিভাবকরা সন্তোাষ প্রকাশ করে বলেন, বিক্রমপুর আদর্শ কলেজ প্রতিবছরই ফলাফলে উন্নতি করছে, যা এলাকাবাসীর গর্বের বিষয়।