বিক্রমপুরে ৪২টি পিলারের সাথে সামঞ্জস্য রেখে ৪২টি গাছ রোপন

প্রকাশ : 2022-06-26 14:10:46১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

বিক্রমপুরে ৪২টি পিলারের সাথে সামঞ্জস্য রেখে ৪২টি গাছ রোপন

স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনীর মাহিন্দ্র ক্ষনে অংশীদার হতে পেরে প্রজন্ম বিক্রমপুর স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনী এই দিনটিকে চির স্মরণীয় করে রাখার জন্য " প্রজন্ম বিক্রমপুর " এর উদ্যোগে গতকাল স্বপ্নের পদ্মা সেতুর ৪২টি  পিলারকে অনুসরণ করে ৪২ টি বৃক্ষ রোপন কর্মসূচির অনুষ্ঠিত হয়েছে।

মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার উত্তর বালাসুর গ্রামে প্রজাহৈতষী  ভাগ্যকূলের জমিদার যদুনাথ  রায় এর বাড়িতে এই বৃক্ষ রোপন কর্মসূচির  শুভ উদ্ভোধন  করেন বিক্রমপুরের কৃতি সন্তান প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ ( NSDA) এর চেয়ারম্যান বাংলাদেশ সরকারের মাননীয় সচিব দুলাল কৃষ্ণ সাহা। 

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি ও প্রজন্ম বিক্রমপুর এর সভাপতি এড. অজয় চক্রবর্তী,  বিশিষ্ট ব্যবসায়ী সুখেন ফাউন্ডেশনের চেয়ারম্যান স্বপন কুমার মোদক, প্রজন্ম বিক্রমপুরের সহ সভাপতি ও বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক উপকমিটির সদস্য ব্যারিষ্টার জী কিবরিয়া শিমুল,  কো-অর্ডিনেটর বলরাম বাহাদুর, শ্রীনগর উপজেলা আওয়ামীলীগ  নেতা ও বিশিষ্ট সমাজ সেবক মিনহাজ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আবুল হায়াত মিয়া, শেরেবাংলানগর কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুকুল, সাংবাদিক নারায়ন চৌধুরী টিটু, শ্রীনগর উপজেলা যুব লীগ নেতা তানভীর আহমেদ খান মাসুদ, দিলীপ কুমার সরকার, ননী গোপাল, চঞ্চল, অপু , বিদ্যুৎ সহ আরও গন্যমান্য ব্যক্তিবর্গ।